খাটের নিচে থরে থরে টাকা, কলকাতায় চলছে ইডি অভিযান

ইডির হানা কলকাতায় তিন জায়গা পার্কস্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচের শাহি আস্তাবলে। গার্ডেনরিচের এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি টাকা। খাটের তলায় প্লাস্টিকে মোড়া…

ইডির হানা কলকাতায় তিন জায়গা পার্কস্ট্রিট, মোমিনপুর ও গার্ডেনরিচের শাহি আস্তাবলে। গার্ডেনরিচের এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি টাকা। খাটের তলায় প্লাস্টিকে মোড়া রাশি রাশি টাকা। কীভাবে এই টাকা এলো ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা।

মোবাইল অ্যাপ প্রতারণা মামলায় এই অভিযান বলে জানা গেছে। ৫ কোটি টাকা এখনও অবধি উদ্ধার হয়েছে এরপরেই গার্ডেনরিচের এক ব্যবসায়ীর বাড়ি থেকে। 

কলকাতার একযোগে তিন জায়গায় অভিযান চালায় ইডি৷ এর মধ্যে গার্ডেনরিচে নিসান খান নামে এক ব্যবসায়ীর বাড়িতে মিলল টাকার পাহাড়। তার বাড়িতে উপস্থিত হয়েছে ব্যাঙ্কের আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা এলাকা সিল করে চলছে অভিযান।

শুধুমাত্র গার্ডেনরিচ নয়, পার্কস্ট্রিট এবং মোমিনপুরে অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা। নজরে এক ব্যবসায়ী ও আইনজীবী শহরজুড়ে আজ ৪ জায়গায় অভিযানে ইডি। আরও বিস্ফোরক কিছু হাতে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

তৃণমূল সরকারের আমলে দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড় থেকে নগর ৫০ কোটি টাকা উদ্ধার করে ইডি। শনিবারের অভিযানের কারণ এখনও অবধি জানা যায়নি৷ অনুমান, আর্থিক দুর্নীতি বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডির আধিকারিকরা।