Recruitment Corruption: অভিষেকের ”অশ্বডিম্ব” বয়ান মিলিয়ে CBI জেরা করছে কুন্তলকে

ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়তে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আদালতে তাঁর আইনজীবী গ্রেফতারির আশঙ্কা করেছেন। তবে রক্ষাকবচ মেলেনি। এবার অভিষেকের চিন্তা…

Kuntal Ghosh Abhishek Banerjee

ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়তে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আদালতে তাঁর আইনজীবী গ্রেফতারির আশঙ্কা করেছেন। তবে রক্ষাকবচ মেলেনি। এবার অভিষেকের চিন্তা বাড়িয়ে তার দেওয়া বয়ান নিয়ে জেলে গিয়ে কুন্তল ঘোষের (Kuntal Ghosh) কাছে তথ্য নিল সিবিআই। নিয়োগ দুর্নীতির (Recruitment Corruption) তদন্ত যে কোনও সময় মোড় নিতে পারে বলে মনে করছেন বিশিষ্ট আইনজীবীরা।

নিয়োগ দুর্নীতির তদন্তেকুন্তল ঘোষকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ সিবিআই গোয়েন্দাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ানের সঙ্গে কুন্তলের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। এই মামলার তদন্তে কুন্তলের মুখে প্রথম অভিষেকের নাম এসেছিল। তিনি বলেছিলেন, চাপ দিয়ে অভিষেকের নাম বনানো হচ্ছে। এর পর আদালতের নির্দেশে সিবিআই জেরা করে অভিষেককে।

সিবিআই জেরা আটকাতে অভিষেক রক্ষাকারী চেযেছিলেন। সেই আবেদন নামঞ্জুর হওয়ার পর কলকাতায় অভিষেককে জেরা করা হয়। জেরার পর তিনি বলেন দুপক্ষের সময় নষ্ট। নির্যাস শূন্য জেরা। সেই জেরার বয়ান মিলিয়ে কুন্তলকে জেরা করছে সিবিআই।

নিয়োগ দুর্নীতির তদন্তে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে উল্লেখ করেছিলেন, কুন্তল ঘোষের মুখোমুখি বসিয়ে অভিষেককে জেরা করা উচিত। সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে ফিরে আসে। বেঞ্চ বদলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন। সেইসঙ্গে আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করে হাইকোর্ট।