তৃণমূলে উদ্বেগ বাড়িয়ে ED অভিযান চলছে, বিপুল আর্থিক দুর্নীতির তথ্য নিচ্ছেন গোয়েন্দারা

একাধিক জায়গায় খোঁজে চালাচ্ছে ED তদন্তকারীরা। বুধবার সকাল থেকেই ফের শুরু হয়েছে ইডি তল্লাশি অভিযান। আলিপুরে বেলভেডিয়ার রোডে অবস্থিত ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি। সূত্রের খবর,…

একাধিক জায়গায় খোঁজে চালাচ্ছে ED তদন্তকারীরা। বুধবার সকাল থেকেই ফের শুরু হয়েছে ইডি তল্লাশি অভিযান। আলিপুরে বেলভেডিয়ার রোডে অবস্থিত ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি। সূত্রের খবর, ওই বাড়িটি জ্ঞানেশ চৌধুরী নামে এক ব্যবসায়ীর । সূত্র মারফত খবর পাওয়া গেছে, আর্থিক দুর্নীতি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ। গত কয়েকদিন ধরেই ইডি-র তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন। আর্থিক দুর্নীতির জন্যই বিভিন্ন জায়গায় চলছে এই অভিযান। মঙ্গলবারও ‘লিপ্স অ্যান্ড বাউন্ডসে’-র অফিসে চলেছে তল্লাশি।

আলিপুরে ১৫ নম্বর বেলভেডিয়ার রোডে জ্ঞানেশ চৌধুরী নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। আবাসনের ছ তলায় প্রবেশ করেন গোয়েন্দারা। সূত্রের খবর, জ্ঞানেশ চৌধুরীকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। তিনি কোনও আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত কি না তাও জানতে চাইছেন তারা। এই অভিযান বেলা পর্যন্ত চলবে বলেই জানা গেছে।

সোমবার সকালেই লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতির মাধ্যমে তোলা টাকা সুজয়কৃষ্ণ ভদ্র কোথায় কোথায় সরিয়েছে তার তদন্ত করতেই তল্লাশি অভিযান বলে জানা যায়। নিউ আলিপুরের পাশাপাশি লি রোডে একটি ফ্ল্যাটে হানা দেয় ইডি গোয়েন্দারা। এই ফ্ল্যাট সুজয়কৃষ্ণের মেয়ে জামাইয়ের।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এই লিপস অ্যান্ড বাউন্ড কোম্পানিতে সিইও ছিলেন। অভিষেকের পরিবারের সদস্যরা এই কোম্পানির কর্মকর্তা। নিয়োগ দুর্নীতির তদন্তে এমন একযোগে দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার বিভিন্ন জায়গায় ইডি হানার জেরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে চাপা আতঙ্ক ছড়ায়।