ফ্ল্যাট দুর্নীতির তদন্তে সকাল থেকে দুপুর পেরিয়ে হল বিকেল, চলছে তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহানকে (Nusat Jahan) জিজ্ঞাসাবাদ। হচ্ছে ভিডিও রেকর্ডিংও। তৃণমূল কংগ্রেসের সাংসদ এবংঅভিনেত্রী নুসরাত জাহানকে রিয়েল এস্টেট কেলেঙ্কারির মামলায় কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে জিজ্ঞাসাবাদের ছয় ঘন্টা পার হয়ে গেছে।
প্রসঙ্গত, গড়িয়াহাটের একটি রিয়াল এস্টেট সংস্থার বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ ওঠে। ফ্ল্যাট দেওয়ার নাম করে বহু ব্যাঙ্ক কর্মীর থেকে ২৪ কোটি টাকার প্রতারণা ওঠে সংস্থাটির বিরুদ্ধে। ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে ওই সংস্থার সঙ্গে ব্যাঙ্ক কর্মীদের চুক্তি হয়। ফ্ল্যাট দেওয়ার নামে ৫০০ জনের কাছ থেকে টাকা নেয় ওই সংস্থা। এই সংস্থারই ডিরেক্টর হিসাবে ২ বছরেরও বেশি সময় ছিলেন নুসরত জাহান। প্রতারিতরা নুসরতের নাম করেই অভিযোগ জানান ইডির দফতরে। সেই অভিযোগের ভিত্তিতেই ডাক পড়েছে।
নুসরতের আগে তলব করা হয় এই সংস্থার অন্যতম ডিরেক্টর রাকেশ সিংকে। রাকেশের থেকে চুক্তি-সহ অন্যান্য তথ্য নিয়েই নুসরতের মুখোমুখি হতে চেয়েছিলেন তদন্তকারীরা। এই সংস্থার আরেক ডিরেক্টর রূপলেখা মিত্রকেও বুধবার ডেকেছে ইডি। তিনি জানিয়েছেন, নথি জোগাড়ে সময় চান। ফলে বুধবার হাজিরা দিতে আসেননি।