ED: ইডিকে তাড়া করছে ডেডলাইন, কলকাতার জোরদার তল্লাশি

নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তৎপর পুলিশ। সুপ্রিম কোর্টেরও বেঁধে দেওয়া ডেডলাইন রয়েছে।  বৃহস্পতির সকালে তৎপর (ED) ইডি। জানা গেছে, নিয়োগ দুর্নীতি মামলায় একসঙ্গে শহরের মোট…

Agusta Westland ED Case: Delhi HC Grants Bail to Middleman Christian Michel

short-samachar

নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তৎপর পুলিশ। সুপ্রিম কোর্টেরও বেঁধে দেওয়া ডেডলাইন রয়েছে।  বৃহস্পতির সকালে তৎপর (ED) ইডি। জানা গেছে, নিয়োগ দুর্নীতি মামলায় একসঙ্গে শহরের মোট নয় জায়গায় চালানো হয় তল্লাশি। এর মধ্যে রয়েছে বড়বাজার, মানিকতলা, নিউ আলিপুরও।

   

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য হাতে পাওয়ার জন্যই এই সমস্ত জায়গাগুলিতে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। এই জায়গাগুলিতে ED-র সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। কয়েক জায়গায় ছিলেন মহিলা আধিকারিকরাও।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা সামনে আসার পর গোটা রাজ্যে তোলপাড়। ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি ইডি তল্লাশি চালায় তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। তাতেই চোখ ছানাবড়া হয়ে যায় তদন্তকারীদের। অর্পিতার বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়। শুধু টাকা নয়, উদ্ধার হয় গয়নাও। এরপর গ্রেফতার করা হয় তাকেও। আপাতত তারা দুইজনেই সংশোধনাগারে।

শুধু পার্থ-অর্পিতা নয়, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার করা হয় কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যাকে। আর তদন্তের সূত্র ধরেই নাম উঠে আসে হুগলির প্রোমোটার অয়ন শীলের। অয়নের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে শুধু শিক্ষক নিয়োগ নয়, পুরনিয়োগ দুর্নীতি নিয়েও একাধিক তথ্য সামনে আসে। এরপরেই পুরনিয়োগ দুর্নীতির তদন্তের জন্য আদালতের দ্বারস্থ হয় ইডি।

এদিকে নিয়োগ দুর্নীতি মামলার জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। দ্রুত তদন্ত শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই গোটা ঘটনার নেপথ্যে কে বা কারা সেই রহস্য সন্ধানে চূড়ান্ত তৎপর ইডি-সিবিআই।