Bus Fire: আগুনে পোড়া বাস থেকে ১৩ যাত্রীর দেহ উদ্ধার

বাসের ভিতর থেকে পরপর পোড়া দেহ বের করল পুলিশ। কাউকে চেনা কঠিন। একেবারে পুড়ে কাঠ শরীরগুলো। ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশের গুমায়। বাসের ভিতর পুড়ে মৃত্যু হলো…

representative fire image

বাসের ভিতর থেকে পরপর পোড়া দেহ বের করল পুলিশ। কাউকে চেনা কঠিন। একেবারে পুড়ে কাঠ শরীরগুলো। ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশের গুমায়। বাসের ভিতর পুড়ে মৃত্যু হলো কমপক্ষে ১৩ যাত্রীর। আরও অনেকে জখম।

বৃহস্পতিবার ভোররাতে গুনা-হারুন সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

   

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন যে তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং নিহতদের স্বজনদের প্রত্যেককে 4 লাখ রুপি এবং আহতদের জন্য 50,000 টাকা সহায়তা ঘোষণা করেছেন।

প্রাথমিক তদন্তে অনুমান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম ছিল। সেই কারণেই উল্টো দিক থেকে আসা বাসটিকে দেখতে পায়নি ডাম্পারটি। সেই কারণে মুখোমুখি সংঘর্ষ হয।সংঘর্ষের অভিঘাতে উলটে যায় বাস। যার জেরেই আগুন লেগে যায় বাসে। মুহূর্তে গোটা বাসে ছড়িয়ে পড়ে সেই আগুন।

ঘটনায় গুনার পুলিশ সুপার বিজয় কুমার খত্রী বলেন, ‘বুধবার রাত ৯টা নাগাদ গুনা থেকে আওরনের দিকে ৩০ জন যাত্রী নিয়ে একটি বেসরকারি বাস যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসছিল একটি ডাম্পার। বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। কিছু লোক পালিয়ে বাঁচলেও বাসের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ১৩ জনের। ঘটনায় গুরুতর আহত হন বেশ কয়েকজন। তাঁদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে গুনা জেলা হাসপাতালে। এখনও পরিচয় পাওয়া যায়নি নিহতদের। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।’