Earthquakes:তাইওয়ানের পরে এবার কেঁপে উঠলো চিন ও জাপানের মাটি

  বুধবার তাইওয়ানে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার ভূমিকম্প চিন ও জাপানে। রিখটার স্কেলে আজ জাপানের ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১ এবং চিনে ৫.৫। এদিন…

Illustration of an Earthquake

 

বুধবার তাইওয়ানে ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার ভূমিকম্প চিন ও জাপানে। রিখটার স্কেলে আজ জাপানের ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১ এবং চিনে ৫.৫। এদিন জাপানের হোনসু শহরের পূর্ব উপকূলে ৬.৩ মাত্রার ভূমিকম্প ঘটে । এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩২ কিমি গভীরে। দুটি ক্ষেত্রেই ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্প টোকিওতেও অনুভূত হয়।

জাপান বিশ্বের সব থেকে টেকটোনিকভাবে সক্রিয় দেশগুলির মধ্যে একটি। সেখানকার পরিকাঠামোগুলি যাতে শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে পারে সেইরকম ভাবেই নকশা করা হয়।প্রায় তেরো কোটি মানুষের বসবাস জাপানে। প্রতিবছর সেখানে প্রায় পনেরোশো ভূমিকম্প হয়। যার বেশিরভাগই মৃদু। বৃহস্পতিবারের ভূমিকম্প নিয়ে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এর মাত্রা ছিল ৬.১। গভীরতা ছিল ৪০.১ কিমি।