Durga Puja: ‘জাতির জনক’ গান্ধী হলেন অসুর! অভিযুক্ত হিন্দু মহাসভা

দুর্গাপুজায় গান্ধী বধ! ‘জাতির জনক’ মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মু়খ দিয়ে অসুর বানিয়ে দুর্গা আরাধনা (Durga Puja) করল কলকাতারই (Kolkata) একটি পুজো কমিটি। তাৎপর্যপূর্ণ, ২…

দুর্গাপুজায় গান্ধী বধ! ‘জাতির জনক’ মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মু়খ দিয়ে অসুর বানিয়ে দুর্গা আরাধনা (Durga Puja) করল কলকাতারই (Kolkata) একটি পুজো কমিটি। তাৎপর্যপূর্ণ, ২ অক্টোবর দেশ জুড়ে সরকারিভাবে পালিত হয়েছে গান্ধী জন্মজয়ন্তী। এই দিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অসুর বানিয়ে গান্ধী বধের ছবি। বিতর্কিত এই পুজোর উদ্যোক্ত হিন্দু মহাসভা (Hindu Mahasabha) বলে দাবি করা হচ্ছে। সংগঠনটির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিজেপি তাদের রাজনৈতিক গুরু বলে স্বীকার করে। ফলে বিতর্কে পড়ছে বিজেপিও।

কলকাতার রুবি পার্কে হিন্দু মহাসভার উদ্যোগে একটি পুজোয় অসুরের স্থলে মহাত্মা গান্ধীকে অসুর রূপে দেখানো হয়েছে। সেই ছবি ভাইরাল হয়ে গেছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিতর্ক আরও প্রবল, কারণ দুর্গাপূজা শুরু হয়েছে পঞ্চমী অর্থাত দুদিন আগে। এই দুদিন কী করে এই পুজো কমিটি গান্ধীকে অসুর বানিয়ে রাখল তা নিয়েই প্রশ্ন। ক্ষুব্ধ নেটিজেনরা কলকাতা পুলিশ ও রাজ্যের তৃ়ণমূল কংগ্রেস সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন। অভিযোগ সব জেনেও নীরব পুলিশ। তবে বিতর্কের জবাব দেয়নি হিন্দু মহাসভা।

স্বাধীনতার মুহূর্তে মহাত্মা গান্ধী কলকাতায় ছিলেন। দেশভাগের ভয়াবহ ধর্মীয় গোষ্ঠিসংঘর্ষ চলছিল। তিনি অনশন শুরু করেন। পরে তাঁর সামনে অস্ত্র নামায় হামলাকারীরা। এরপর দিল্লিতে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় মহাত্মা গান্ধীকে। খুনি নাথুরাম গডসে হিন্দুত্ববাদী ছিল। তাকে বিশেষ সম্মান করে সংঘ ঘনিষ্ঠ হিন্দুত্ববাদীরা।

অভিযোগ, পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদীরা বিভিন্ন কৌশলে বাঙালি সংস্কৃতির উপর আঘাত করতে মরিয়া। এতে প্রচ্ছন্ন মদত দেয় সংঘ পরিবার (RSS) ও তাদের ঘনিষ্ঠ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। হিন্দু মহাসভা এমনই একটি সংগঠন। আরও অভিযোগ, দুর্গাপূজাকে নবরাত্রি হিসেবে বাঙালিদের মধ্যে চালাতে মরিয়া হিন্দি বলয়ের হিন্দুত্ববাদী সংগঠনগুলি।