Sandeshkhali:রোহিঙ্গাদের নিয়ে ক্যাম্প তৈরি করেছিল শাহাজান! খরচ দিত জেলা পরিষদ, দাবি দিলীপের

ভোটের মুখে আবারও খবরের শিরোনামে সন্দেশখালি। ভোটের দিন সন্দেশখালি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। সন্দেশখালির মাটিতে নেমেছে এনএসজি! এ যেন মিনি যুদ্ধ ক্ষেত্র। মাটির নিচে মজুত…

Dilip Ghosh

ভোটের মুখে আবারও খবরের শিরোনামে সন্দেশখালি। ভোটের দিন সন্দেশখালি থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। সন্দেশখালির মাটিতে নেমেছে এনএসজি! এ যেন মিনি যুদ্ধ ক্ষেত্র। মাটির নিচে মজুত অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনার পরেই রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। গত শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়ায় শেখ শাহজাহানের এক ঘনিষ্ঠের আত্মীয়র বাড়িতে মিলেছে অস্ত্রের খোঁজ। অস্ত্র বলা ভুল, এ যেন অস্ত্র ভান্ডার।মাটির নীচে থরে থরে সাজানো অত্যাধুনিক অস্ত্র, মজুত দেশি বোমা। এই ঘটনার পরেই রাজ্যের বিরোধীদলগুলি একযোগে তৃনমূলকে নিশানা করেছে। এইবার সেই আক্রমণে যোগ হলো দিলীপ ঘোষের নাম।

সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের হদিশের ঘটনায় আন্তর্জাতিক যোগ দেখছে বিজেপি। আর এবার বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা দিলীপ ঘোষের তিনি বললেন,”শেখ শাহজাহান রোহিঙ্গাদের নিয়ে এসে ক্যাম্প তৈরি করেছিল। সেই ক্যাম্পের খরচ দিত জেলা পরিষদ।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ” সীমান্তবর্তী এলাকা যদি অস্ত্রের আড়তে পরিণত হয় তবে দেশের সুরক্ষা কোথায়? যারা ইডির উপর হামলা চালিয়েছিল, প্রত্যেকে সন্ত্রাসবাদী। কেন্দ্রীয় সরকারের উচিত, তল্লাশি চালিয়ে প্রত্যেককে জেলে ভরা। ” ইতিমধ্যেই ভোটের দিন এই সিবিআই তল্লাশি নিয়ে সরব হয়েছে তৃণমূল। তারা এই নিয়ে কমিশনে নালিশ জানিয়েছে।

গতকাল সিবিআই-এর তরফে বলা হয়েছে ৭টি স্মল আর্মস উদ্ধার হয়েছে।৭টির মধ্যে ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বাকি দেশি পিস্তল। ২২৮ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে দেশি বোমা। একইসঙ্গে বেশ কয়েকটি পরিচয়পত্র, সোনার গয়নার ব্যাগ এবং বিল উদ্ধার হয়েছে। প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক যোগের। ভোটের মধ্যে কি কেঁচো খুঁড়তে কেউটে উদ্ধার হয়েছে, অনেকের আঁচ সেই দিকেই।