Loksabha election 2024: রাম মন্দিরের ছবি দেওয়া ক্যালেন্ডার বিলি, বিতর্কের মুখে দিলীপ

আবার বিতর্কের মুখে দিলীপ ঘোষ! বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। বলা যেতে পারে দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষেই। যেখানেই যাবেন বিতর্ক তাঁর পিছনে যাবে।…

dilip ghosh

আবার বিতর্কের মুখে দিলীপ ঘোষ! বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। বলা যেতে পারে দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষেই। যেখানেই যাবেন বিতর্ক তাঁর পিছনে যাবে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠল রাম মন্দিরের ছবি দেওয়া ক্যালেন্ডার বিলি করার। যদিও তিনি এইসব অভিযোগ নস্যাৎ করে বলেছেন, ” সবাই তো রামমন্দিরে যেতে পারেন না, তাই রামমন্দিরের ছবি দেওয়া ক্যালন্ডার বিলি করছি।” যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

বুধবার দুপুরে এই দৃশ্যই দেখা যায় পূর্ব বর্ধমানের গলসিতে। আর এই ঘটনাকে কেন্দ্র করে আবারও নির্বাচনী বিধিভঙ্গের ইস্যুতে সরব হয়েছে তৃণমূল শিবির। যদিও দিলীপ ঘোষের বক্তব্য, দেশের কোটি কোটি মানুষের ইচ্ছা রাম মন্দির দেখতে যাওয়ার। কিন্তু এখন সবাই যেতে পারছেন না। তাই অন্তত, মন্দির কেমন হয়েছে, ভগবানের মূর্তি কেমন হয়েছে সেটা আমরা তাঁদের ঘরে পৌঁছে দিচ্ছি।”

এখানেই শেষ নয়, তিনি বলেন, ” এটা তো জনসংযোগের মাধ্যম আর তা ছাড়া লোকে তো খুশি হচ্ছে।” এই নিয়ে তৃণমূল নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। শুধু তাই নয় এইভাবে জনসংযোগকে তারা কটাক্ষও করেছে ।