ঘাটালবাসীর ৭০ বছরের স্বপ্ন সত্যি হতে চলেছে, প্রার্থী হওয়া প্রসঙ্গে মুখ খুললেন দেব

অবশেষে ঘাটালে প্রার্থী হওয়া নিয়ে মুখ খুললেন ঘাটালের ১০ বছরের সাংসদ দেব৷ বলেন, “দিদি ও অভিষেক ঘাটালের মানুষের জন্য এমন প্রস্তাব দিলেন, যার জন্য আমি…

Ghatal residents outraged over allegations of cut money taken by TMC MP Dev

short-samachar

অবশেষে ঘাটালে প্রার্থী হওয়া নিয়ে মুখ খুললেন ঘাটালের ১০ বছরের সাংসদ দেব৷ বলেন, “দিদি ও অভিষেক ঘাটালের মানুষের জন্য এমন প্রস্তাব দিলেন, যার জন্য আমি সারাজীবন অপেক্ষা করতেও রাজি আছি৷ ঘাটালে আদি বাড়ি তাই সেখানের জন্য আমার একটা অন্যরকম ইমোশন কাজ করে৷ দিদি ও অভিষেক এমন কিছু প্রমিস করেছে, যার জন্য আমি তাঁদের না করতে পারিনি৷ ঘাটালের মানুষের ৭০ বছরের স্বপ্ন সত্যি হতে চলেছে৷ ঘাটাল মাস্টার প্ল্যান সত্যি হতে চলেছে৷ কেন্দ্রীয় সরকার যদি করে খুব ভালো৷ নাহলে বাকিটা দিদি ও অভিষেক বলবেন৷ ঘাটালবাসীর জন্য দশ বছরে যা যা করতে, এবারে তা করতে চাই৷”

   

শঙ্কর দলুই ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যানের পদ থেকে সরানো নিয়ে দেব বলেন, “এটা নিয়ে আমার কিছু বলার নেই৷ দলের সিদ্ধান্ত৷ আমি বরং শনিবার দিদিকে বলেছিলাম, শঙ্কর দলুইয়ের কাছ থেকে আমি রাজনীতি শিখেছি৷ অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ৷” সূত্রের খবর, সপ্তাহের প্রথমদিন সোমবার আনুষ্ঠানিকভাবে ঘাটালে প্রার্থী হিসেবে দেবের নাম ঘোষণা করবেন স্বয়ং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুভ কাজ ফেলে রাখতে চাইছেন না মমতা৷ লোকসভা নির্বাচনে লড়াই করতে নিজে খুব একটা আগ্রহী ছিলেন না দেব৷ কিন্তু তাঁকে ব্যক্তিগতভাবে ঘাটাল থেকে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

শনিবার বিকেলে প্রথমে অভিষেক ও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন দেব৷ তারপর আর তাঁদের অনুরোধ ফেলতে পারেননি তিনি৷ তাঁদের কথায় ঘাটাল থেকেই তৃণমূলের টিকিটে দাঁড়াবেন বলে মনস্থির করে ফেলেছেন টলিউডের সুপারস্টার৷