Delhi: এইমসে সিনিয়র সহকর্মী চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মহিলা চিকিৎসকের

অনলাইন ডেস্ক, নয়াদিল্লি: এবার ধর্ষণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল দিল্লির এইমসে। এইমস ক্যাম্পাসের ভেতরেই এই ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের অভিযোগ এনেছেন হাসপাতালেরই এক চিকিৎসক। ঘটনায়…

Delhi AIIMS

অনলাইন ডেস্ক, নয়াদিল্লি: এবার ধর্ষণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল দিল্লির এইমসে। এইমস ক্যাম্পাসের ভেতরেই এই ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের অভিযোগ এনেছেন হাসপাতালেরই এক চিকিৎসক। ঘটনায় অভিযুক্ত এইমসেরই এক প্রবীণ চিকিৎসক। তবে ওই চিকিৎসক ঘটনার পর থেকেই পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত মাসে।

অভিযোগকারিণী চিকিৎসকের দাবি, ২৬ সেপ্টেম্বর ক্যাম্পাসে চলছিল এক সহকর্মীর জন্মদিনের পার্টি। পার্টি চলাকালীন এক সিনিয়র চিকিৎসক তাঁকে ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত চিকিৎসক এইমসের পাশেই থাকেন। জন্মদিনের পার্টিতে ওই মহিলার চিকিৎসক-সহ সকলেই মদ্যপান করেছিলেন। সে কারণে রাতে বাড়ি না ফিরে ওই মহিলা চিকিৎসক ক্যাম্পাসেই থেকে গিয়েছিলেন। সে দিনই তাঁকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এক সিনিয়র চিকিৎসক। ওই সিনিয়র চিকিৎসক বিবাহিত। তবে ঘটনার পরেই তিনি পালিয়ে গিয়েছেন। তাঁকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তবে এখনও অভিযুক্ত চিকিৎসক ধরা পড়েননি।

অভিযোগকারিণী মহিলা চিকিৎসক ১১ অক্টোবর হজ খাস থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর বক্তব্যের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ৩৭৬ ও ৩৭৭ ধারায় মামলা হয়েছে। দিল্লির হজ খাস থানা সেই মামলার তদন্ত করছে। তদন্তকারী অফিসার বেনিতা মেরি জানিয়েছেন, অভিযোগকারিণী চিকিৎসকের বক্তব্য রেকর্ড করা হয়েছে। তাঁর মেডিকেল পরীক্ষাও হয়েছে। অভিযোগকারিণীর সঙ্গে পুলিশ বিস্তারিত কথা বলেছে।

তবে অভিযুক্ত চিকিৎসক ঘটনার পর থেকেই নিখোঁজ। তাঁর খোঁজে দিল্লি ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু এখনো খোঁজ মেলেনি। তবে আমরা আশা করছি, খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করতে পারব। ওই অভিযুক্ত চিকিৎসক পরিবার নিয়ে এইমসের পাশেই থাকেন। ঘটনার দিন চিকিৎসকের পরিবারের অন্য সদস্যরা বাইরে গিয়েছিলেন। সেই সুযোগেই সংশ্লিষ্ট চিকিৎসক এই অঘটন ঘটিয়েছেন। ওই দিন জন্মদিনের পার্টিতে আর যে সমস্ত চিকিৎসকও অতিথি উপস্থিত ছিলেন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এইমসের ভিতরেই এক চিকিৎসকের হাতে আর এক চিকিৎসকের ধর্ষণের ঘটনা সামনে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সকলেই অভিযুক্ত চিকিৎসককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।