Dearness Allowance: যৌথ মঞ্চের ডাকা বনধের সমর্থনে এগিয়ে এল বামফ্রন্ট

পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সমস্ত শ্রমিক, শিক্ষক ও কর্মচারী সংগঠনগুলির বৃহত্তর যৌথ মঞ্চের (Sangrami Joutha Mancha) বকেয়া মহার্ঘভাতা (Dearness Allowance) প্রদান, স্বচ্ছতার সঙ্গে শূন্যপদে নিয়োগ,

Dearness Allowance

পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে বেতনপ্রাপ্ত সমস্ত শ্রমিক, শিক্ষক ও কর্মচারী সংগঠনগুলির বৃহত্তর যৌথ মঞ্চের (Sangrami Joutha Mancha) বকেয়া মহার্ঘভাতা (Dearness Allowance) প্রদান, স্বচ্ছতার সঙ্গে শূন্যপদে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকণের দাবিতে লাগাতার আন্দোলন এবং অনশন কর্মসূচি জারি রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে৷ এবার কর্মচারীদের ধর্মঘটকে সমর্থন জানাতে এগিয়ে এল বামেরা। শনিবার স্পষ্ট করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু৷

তিনি জানিয়েছেন, গতকাল ডিএ আন্দোলনকারীদের নিয়ে বামফ্রন্টের তরফে বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আগামী ১০ মার্চ যে ধর্মঘট ডাকা হয়েছে, তা সমর্থন করবে বামফ্রন্ট৷ একইসঙ্গে তাঁদের সমর্থনে এগিয়ে এসেছে সিপিআই(এমএল)। ধর্মঘটের সমর্থনে ৫ মার্চ, রবিবার শহীদ মিনারে যৌথ সংগ্রামী মঞ্চের অবস্থান মঞ্চে বিকাল ৩ টায় আসছেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।

   

কেন্দ্রের সমহারে বেতন ও ডিএ বৃদ্ধি নিয়ে সুর চড়িয়েছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি৷ শহীদ মিনারের কাছে চলছে লাগাতার অবস্থান কর্মসূচি। এরই মধ্যে সরকারের তরফে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করায় আন্দোলনে ঘৃতাহুতি দিয়েছে। এই ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে নারাজ বলে জানিয়েছেন সরকারি কর্মচারীরা। তাই লাগাতার কর্মসূচি জারি রাখা হয়েছে কর্মচারী সংগঠনের তরফে৷

ইতিমধ্যেই বনধের বিরোধীতায় কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন রমাপ্রসাদ সরকার। মামলাকারীর প্রশ্ন, মহার্ঘভাতা সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার। কিন্তু সেটা না পেলে বনধ ডাকা কি মৌলিক অধিকার? যা নিয়েও জলঘোলা হতে শুরু করেছে।