শ্লীলতাহনিকাণ্ডে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করেছিলেন, সেই মহিলা আইপিএস ইন্দিরা এবার পাচ্ছেন ‘পুলিশ মেডেল’

প্রশংসনীয় কাজের জন্য প্রতি বছর খাঁকি উর্দিধারীদের ‘পুলিশ মেডেল’ সম্মান দেন মুখ্যমন্ত্রী। রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠীনে এই মেডেল দেওয়া হয় সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের।…

DC Central of kolkata PoliceIndira Mukherjee who investigated against Governor in the molestation case is now getting police medal , শ্লীলতাহনিকাণ্ডে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করেছিলেন, সেই মহিলা আইপিএস ইন্দিরা এবার পাচ্ছেন 'পুলিশ মেডেল'

প্রশংসনীয় কাজের জন্য প্রতি বছর খাঁকি উর্দিধারীদের ‘পুলিশ মেডেল’ সম্মান দেন মুখ্যমন্ত্রী। রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠীনে এই মেডেল দেওয়া হয় সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের। এবার রাজ্য পুলিশের চার শীর্ষ আধিকারিককে এই ‘পুলিশ মেডেল’ দেওয়া হচ্ছে। এঁদের মধ্যে অন্যতম কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। বাকি তিন আইপিএস হলেন, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ, ডিআইজি সিকিউরিটি আভারু রবীন্দ্রনাথ এবং মুখ্যমন্ত্রীর দফতরের দায়িত্বপ্রাপ্ত ওএসডি দেবজ্যোতি দাস। এই চারজন আইপিএসের নামেই নির্দেশনামা জারি হয়েছে।

চলতি মাসের মে মাসে রাজভবনে কর্মরত মহিলা চুক্তিভিত্তিক কর্মীর শ্লীলতাহানি কাণ্ডে হইচই পড়েছিল। কাঠগোড়ায় তোলা হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ করেছিলেন নির্যাতিতা। সেই ঘটনার তদন্তে গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল। সেই তদন্তাকারী দলের নেতৃত্বে ছিলেন কলকাতা পুলিশে ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। এরপরই ইন্দিরার নেতৃত্বে তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল।

   

ক্ষমার অযোগ্য অপরাধ, সিবিআই তদন্ত আপত্তি নেই, আরজি.কর নিয়ে বার্তা মমতার

আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়ের ‘পুলিশ মেডেল’ প্রাপ্তির ঘোষণায় চর্চা তুঙ্গে। অনেকেই মনে করছেন, ইন্দিরা মুখোপাধ্যায়কে পুরষ্কার দিয়ে আসলে রাজ্যপালকেই ঘুরিয়ে বার্তা দিতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা পুলিশের ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায় রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডের তদন্ত করে একটি রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন। তারপরই একটি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‌আমি আর রাজভবনে যাব না। যা সব হচ্ছে ওখানে। আমার প্রয়োজন পড়লে রাস্তায় দেখা করে নেব।’‌ মহিলাদের উপর রাজভবনে অত্যাচার হচ্ছে এবং সেখানে যেতে মহিলারা ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। যার পর কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতাদের রাজ্যপালের প্রতি সম্মান বজায় রেখে কথা বলার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

বেলুড় মঠে ভক্তদের জন্য বিরাট উদ্যোগ, অতিবড় সমস্যার সমাধান…

তবে তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিলেন আনন্দ বোস। আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রক পদক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দেন। এরপরও ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়ে নেতৃত্বে একটি সিসিটিভি ফুটেজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জমা দিয়েছে কলকাতা পুলিশ।

বাংলার সাংবিধানিক প্রধানের চাপের কাছে দমে না গিয়ে সক্রিয় ছিলেন এই মহিলা আইপিএস। ফলে তাঁকেই এবার ‘পুলিশ মেডেল’ দিে পুরষ্কৃত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।