বউবাজারের একাধিক বাড়িতে ফাটল, আতঙ্কে বাড়ি ছাড়লেন একাধিক

মেট্রোর কাজ চলাকালীন বউ বাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা দিল। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে বউবাজার চত্ত্বরে। শুধু তাই নয়, আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় নেমে…

মেট্রোর কাজ চলাকালীন বউ বাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা দিল। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে বউবাজার চত্ত্বরে। শুধু তাই নয়, আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নীচে একাধিক বাসিন্দাকে রাত কাটাতে হয়েছে বলে অভিযোগ।

দুর্গা পিতুরি লেনে পরপর বাড়িতে ফাটল দেখা গিয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, ‘গত ২ ৩ দিন ধরে বাড়ির দেওয়াল, মেঝে কাঁপছিল। বুধবার সকাল থেকেই ক্রমশ বাড়তে থাকে ফাটল। এরপর সন্ধেবেলা থেকে এলাকাজুড়ে আচমকা ঝাঁকুনি শুরু হয়।’

পুলিশ সূত্রে খবর, প্রায় ৭৪ জন স্থানীয় বাসিন্দাকে হোটেলে সরানো হয়েছে। প্রশ্ন উঠছে, টানেল বোরিং মেশিন বের করার জন্যই কি এই ফাটল? নাকি বৃষ্টিতে আলগা হয়েই এই ফাটল তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।