CPIM: রাজ্যের বকেয়া নয় প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক বৈঠক করেছেন মমতা: সেলিম

মুখ্যমন্ত্রী যতই বলুন তিনি রাজ্যের জন্য টাকা আদায় করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তা মিথ্যা বলেই মনে করছে  ইন্ডিয়া জোট শরিক সিপিআইএম। দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা…

Md salim challanges to bratya basu on defamation law

মুখ্যমন্ত্রী যতই বলুন তিনি রাজ্যের জন্য টাকা আদায় করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তা মিথ্যা বলেই মনে করছে  ইন্ডিয়া জোট শরিক সিপিআইএম। দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা জানান, তিনি রাজ্যের জন্য পাওনা টাকার দাবিতে প্রধানমন্ত্রী মোদীর সাথে বৈঠক করেন। তবে কলকাতায় CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিস্ফোরক দাবি ওই বৈঠক ছিল রাজনৈতিক।

সেলিম বলেছেন, ‘‘রাজ্যের বকেয়া নয়, নরেন্দ্র মোদীর সঙ্গে রাজনৈতিক বৈঠক করেছেন মমতা ব্যানার্জি। এর আগেও এমন বৈঠক হয়েছে। তা থেকে রাজ্যের কোন দাবি মানা হয়েছে, কখনও জানানো হয়নি।’’ মহম্মদ সেলিমের এমন দাবিতে রাজনৈতিক মহল সরগরম। তিনি বলেন,‘‘পঞ্চায়েত নির্বাচনের আগে বলেছিল রাজ্যের টাকা আদায় করে আনব। এখানে বাঘ আর দিল্লিতে গিয়ে বেড়াল!”

কেন্দ্রীয় সরকারের দাবি ১০০ দিনের টাকা লুঠ হয়েছে। অন্যদিকে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের দাবি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। তৃণমূলের পক্ষ থেকে এই নিয়ে দিল্লি অভিযান করেছে। সিপিআইএমের দাবি, এখনও পর্যন্ত কেন্দ্র ও রাজ্যের সরকার কোনও হিসাব দেখাতে পারেনি।

সেলিম বলেন, ‘‘২০২০ সালে যখন গোটা শহর এনআরসি, এনপিআরের বিরুদ্ধে গো ব্যাক মোদী স্লোগান তুলেছিল তখন তৃণমূল নেত্রী রাজভবনে গিয়ে চুপি চুপি দেখা করে এসেছিলেন। তারপর বাইরে সাংবাদিকদের বলেছিলেন টাকা আটকে রেখেছে, তাই বলতে গিয়েছিলাম। আজ পর্যন্ত কোনও হিসাব দিতে পারেনি কত টাকা বৈঠক করে আদায় করা গিয়েছে।’’

সেলিম বলেন, ‘‘আমরা বলছি কতো টাকা বাকি বলুক আমরা দিল্লি যাবো গিয়ে লড়াই করবো রাজ্যের টাকার জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী সাহস নেই বলার যে কতো এলো, কতো খেলো আর কতো দিলো। তেমনি বিজেপি-ও জানাচ্ছে না কত টাকা রাজ্যকে পাঠানো হলো