পুলিশের অনুমতি না হলেও কলকাতায় বৃহত্তম সমাবেশ হবে, মমতাকে মীনাক্ষীর চ্যালেঞ্জ

কলকাতা পুরসভা অভিযানে উগ্র বাম যুব আন্দোলনের পর ফের সরকার বিরোধী সমাবেশ নিয়ে বিতর্ক। সিপিআইএমের (CPIM) যুব নেত্রী (Minakshi Mukherjee) মীনাক্ষী মুখার্জি খোলা চ্যালেঞ্জ করলেন…

কলকাতা পুরসভা অভিযানে উগ্র বাম যুব আন্দোলনের পর ফের সরকার বিরোধী সমাবেশ নিয়ে বিতর্ক। সিপিআইএমের (CPIM) যুব নেত্রী (Minakshi Mukherjee) মীনাক্ষী মুখার্জি খোলা চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসনকে। তিনি বলেছেন পুলিশ অনুমতি না মিললেও সমাবেশ হবে। মীনাক্ষীর চ্যালেঞ্জের পর রাজনৈতিক মহল সরগরম।

সিপিআইএমের যুব সংগঠন DYFI রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি সাংবাদিক সম্মেলনে বলেন, ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করবেন তাঁরা৷

আগামী ২০ সেপ্টেম্বর ‘ইনসাফ’ সভার ডাক দিয়েছে বাম ছাত্র যুব সংগঠন। সেই কর্মসূচিতে পুলিশের তরফে এখনও অবধি চিঠি গ্রহণ করা হয়নি। তাই মিছিল নিয়ে সংশয় দেখা দিয়েছে। পুলিশের অনুমতি মিলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

শুক্রবার সাংবাদিক বৈঠক করেন সিপিআইএমের ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য এবং যুব নেত্রী মীনাক্ষী মুখ্যোপাধ্যায়৷ মীনাক্ষীর প্রশ্ন, কেন একটি মাত্র দল ওই জায়গায় সভা করতে পারবে? বাকিরা কেন পারবে না? কেন ওখানে সভা করার জন্য আদালতে যেতে হবে? বাম ছাত্র যুব সংগঠন দুটির দাবি ভিক্টোরিয়া হাউসের সামনেই তাঁরা সভা করবেন বলেই ঠিক করেছেন৷ তাই সভা বদলের কোনও প্রশ্ন থাকে না৷

প্রতিবছর ২১ জুলাই উপলক্ষে ধর্মতলায় সমাবেশ করে তৃ়ণমূল কংগ্রেস। ওই একই জায়গায় অন্যান্য দলকে সভা করতে গিয়ে কাঠখড় পোড়াতে হয়েছে। কিন্তু নিজেদের অবস্থানে বারবার অবিচল থেকেছে বাম ছাত্র যুবরা৷

কয়েক বছর আগে বাম ছাত্র যুবদের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। মৃত্যু হয় ছাত্রনেতা মইদুল ইসলাম মিদ্যার। পরবর্তীকালে মইদুলের মৃত্যুকে সামনে রেখেই লড়াই করেছে বাম শিবির। ২০ তারিখের সভা থেকেও একই ইস্যুতে সোচ্চার হতে চাইছে বাম নেতৃত্ব।