সম্পত্তি বৃদ্ধি মামলায় ইডি চায় না TMC…বাম কটাক্ষ আঙুর শুকিয়ে কিসমিস!

ইডি যেন না আসে! সম্পত্তি বৃদ্ধি মামলায় এমনই অবস্থান তৃণমূল কংগ্রেসের। রাজ্য সরকারের ১৯ নেতা মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধির মামলায় ইডিকে সংযুক্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা…

TMC_CPM

ইডি যেন না আসে! সম্পত্তি বৃদ্ধি মামলায় এমনই অবস্থান তৃণমূল কংগ্রেসের। রাজ্য সরকারের ১৯ নেতা মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধির মামলায় ইডিকে সংযুক্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের পর রাজ্যে তীব্র আলোড়ন পড়ে। এবার সেই রায় পুনর্বিবেচনার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক ও অরূপ রায়।

আবেদনের পরই সিপিআইএমের তরফে শুরু হয়েছে কটাক্ষ। বলা হচ্ছে তৃ়ণমূলের আঙুর শুকিয়ে কিসমিস ! এই কটাক্ষের পর বিতর্ক আরও তুঙ্গে। রাজনৈতিক মহলে আলোচনা, ১৯ জন তৃণমূল নেতা মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধির মামলায় ইডি অন্তর্ভুক্তি না চেয়ে আবেদন সরকারকে আরও বিতর্কের মাঝে ঠেলে দিল।

এর আগে সাংবাদিক সম্মেলনে তৃ়ণমূল কংগ্রেসের তরফে মন্ত্রী ব্রাত্য বসু দাবি করেন, একই তালিকায় সিপিআইএম ও কংগ্রেসের নেতা মন্ত্রীদের নাম আছে। সংবাদ মাধ্যমের একাংশ সেই নাম দেখাচ্ছে না।

এর পরেই সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠকে তৃ়ণমূলকে চ্যালেঞ্জ করেন।তিনি বলেন, রায়ের তালিকায় আছে শুধু ১৯ জন তৃণমূল নেতা মন্ত্রীর নাম। আর একটি পিটিশনে বাকি বাম নেতাদের নামে অভিযোগ করা হয়েছিল। পিটিশন ও রায় এক নয়। সেলিম মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দেন।

সেলিমের মামলার হুঁশিয়ারির পর নীরব হয়ে গেছে তৃণমূল। এবার সম্পত্তি বৃদ্ধি মামলায় ইডিকে সংযুক্ত না করার আবেদনে ফের বিতর্কে তৃণমূল কংগ্রেস।

সম্পত্তি বৃদ্ধি মামলায় শাসক দলের ১৯ জন নেতা মন্ত্রীর নাম এসেছে। তারা হলেন, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, জাভেদ আহমেদ খান এবং অরূপ রায়, অর্জুন সিং, সব্যসাচী দত্ত, শিউলি সাহা, বিমান বন্দ্যোপাধ্যায়, গৌতম দেব, রাজীব বন্দ্যোপাধ্যায়, ইকবাল আহমেদ, স্বর্ণকমল সাহা। এই তালিকায় প্রয়াত দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের নাম রয়েছে। প্রাক্তন দুই মন্ত্রী অমিত মিত্র, শোভন চট্টোপাধ্যায়, আব্দুর রেজ্জাক মোল্লার নাম তালিকায় রয়েছে।