শেষযাত্রায়ও বিরোধিতা? গান স্যালুটে ‘না’ আলিমুদ্দিনের

সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শেষকৃত্য সম্পন্ন করতে চেয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রস্তাবে সায় দিল না সিপিএম। গান স্যালুট দেওয়া…

buddhadeb

সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শেষকৃত্য সম্পন্ন করতে চেয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রস্তাবে সায় দিল না সিপিএম। গান স্যালুট দেওয়া হচ্ছে না বুদ্ধদেবকে। নেওয়া হবে না সরকারি কোনও সরকারি সুবিধা। সিপিএমের তরফে জানানো হয়েছে, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মন্ত্রিত্ব ছাড়ার পর সরকারি সাহায্য নেননি। তাঁর ইচ্ছেকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সিপিএম।

Advertisements

আদানির মাথায় হাত! জলে গেল বাংলাদেশে বিপুল বিনিয়োগ?

বিজ্ঞাপন

বিধানসভায় গান স্যালুট দেওয়ার কথা রাজ্য সরকারের তরফে বলা হলেও দস্তুর হল, গান স্যালুটের পর আর কোনও কর্মসূচি রাখা যায় না। এ ক্ষেত্রে বিধানসভা থেকে দেহ আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে। যাত্রা শেষ হবে এনআরএস হাসপাতালে। সেখানে তো কোনও ভাবে গান স্যালুট দেওয়া যায় না। সেই কারণেই সরকারের প্রস্তাব বাতিল করা হয়েছে।

আদানির মাথায় হাত! জলে গেল বাংলাদেশে বিপুল বিনিয়োগ?

দলের তরফে আরও জানানো হয়েছে, বুদ্ধবাবু মন্ত্রিত্ব হারানোর পর সরকারি কোনও সুবিধা নিতে চাননি। তাঁকে শ্রদ্ধা জানাতেই এই গ্যান স্যালুট না নেওয়ার সিদ্ধান্ত। প্রসঙ্গত, বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপনের পর মুজফফর আহমেদ ভবনে দেহ থাকবে ৩ টে বেজে ১৫ মিনিট পর্যন্ত। তার পর দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। সেখানে দেহ থাকবে ৩ টে ৪৫ পর্যন্ত। সেখান থেকে দেহদানের জন্য শেষযাত্রা হবে।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮ টা বেজে ২০ মিনিটে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। খবর পেয়েই ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে দাঁড়িয়েছেন। বিধানসভায় সম্মান জানানোর পাশাপাশি নন্দন বা রবীন্দ্রসদনে দেহ সংরক্ষণের প্রস্তাব দিয়েছিলেন তিনি।