লোকসভা ভোট মিটতেই কি বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির? কিছুদিন ধরেই ঘাসফুলের অন্দরেই একের পর এক জল্পনা ভেসে আসলেও বিশেষজ্ঞ মহলের বক্তব্য, এখন থেকেই বিধানসভা নির্বাচনের ছক কষতে শুরু করেছে তৃণমূল। বিশেষত যে অঞ্চলে তৃণমূল পিছিয়ে আছে সেই অঞ্চল দিয়েই প্রশাসনিক সভা করে ‘খুঁত’ বের করতে চান তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোটের পর প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আর সেই জেলা সফর শুরু করেছেন ঝাড়গ্রাম জেলা দিয়ে। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস বিপুল সাফল্য পেয়েছে ঝাড়গ্রাম জেলায়।
বাগানের সার্জিক্যাল স্ট্রাইকে বিধ্বস্ত বায়ুসেনা, ছয় গোলের ‘তোপ’ মেরিনার্সদের
লোকসভা নির্বাচনের পর প্রথম জেলা সফর জঙ্গলমহলে এসেই দলের নেতা কর্মীদের সকলকে জোট বেঁধে কাজ করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার ঝাড়গ্রাম পৌঁছন মুখ্যমন্ত্রী। তাঁর এই দীর্ঘ যাত্রাপথের দু’ধারেই মানুষ তাঁকে শুভেচ্ছা জানায়। ডেবরা, খড়্গপুর মোড়–সহ নানা জায়গায় নিজের কনভয় থামিয়ে বহু মানুষের সঙ্গে এবং নেতা–কর্মীদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের সুখ–দুঃখের কথা শুনতে চান তিনি। ঝাড়গ্রামে পা রেখেই শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুলের আশ্রমিকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ঝাড়গ্রাম রাজবাড়িতে গিয়ে আদিবাসী প্রতিনিধি এবং দলের জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেন তৃণমূলনেত্রী। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল মুর্মু ও অন্যান্যরা।
ড. ইউনূসের শপথে নেই ভারত! বাংলাদেশ অন্তর্বর্তী সরকার থেকে দূরত্ব?
শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম স্টেডিয়ামে। পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ১৫০ কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন ঝাড়গ্রাম জেলার জন্য করবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক কাজকর্মের জন্য নতুন ভবনের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক মহলের দাবি, এই জেলা সফরেই অন্দরেই তিনি ছকে ফেলতে চাইছেন আগামী বিধানসভা নির্বাচনের ব্লু প্রিন্ট। কারণ হিসেব কষে দেখা যাবে বিধানসভা ভোট আসতে এখনও বাকি প্রায় বছর দেড়েক। কিন্তু লোকসভা নির্বাচনের থেকে শিক্ষা নিয়ে এখন থেকেই ময়দানে ঝাঁপাতে পারে ঘাসফুল শিবির। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস বিপুল সাফল্য পেয়েছে ঝাড়গ্রাম জেলায়। ২০১৯-এর লোকসভা ভোটে এই ঝাড়গ্রাম জেলার লোকসভা আসনটি বিজেপি দখল করেছিল। কিন্তু ২০২৪ এর লোকসভা ভোটে অর্থাৎ এবারের লোকসভা নির্বাচনে সেই সমীকরণ পুরো বদলেছে।