DA: কোঅর্ডিনেশন কমিটির হুঁশিয়ারি, বকেয়া ডিএ না মেটালে স্তব্ধ হবে সরকারি কাজ

বকেয়া ডিএ (DA) না মেটালে কাজ বন্ধ করে দিলে রাজ্য প্রশাসনের দাপ্তরিক কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়বে। এমনই হুঁশিয়ারি দিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি (Co ordination Committee)।…

বকেয়া ডিএ (DA) না মেটালে কাজ বন্ধ করে দিলে রাজ্য প্রশাসনের দাপ্তরিক কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়বে। এমনই হুঁশিয়ারি দিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি (Co ordination Committee)। সরকারি কর্মচারিদের বামপন্থী এই সংগঠনের হুঁশিয়ারিতে রাজ্য প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন। রাজ্যে বামফ্রন্ট সরকার না থাকলেও বিরাট সংখ্যক সদস্য নিয়ে সংগঠনটি আছে।

এদিকে বকেয়া ডিএ না মিটিয়ে দুর্গাপুজোয় বিপুল আর্থিক অনুদানের জন্য সরকারের কটাক্ষ করেছে তৃণমূলপন্থী কর্মচারি সংগঠন।

   

শুক্রবার রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিংহ বলেন, রাজ্য সরকার বকেয়া ডিএ না দিলে কাজ বন্ধ করা হবে। লাগাতার কর্মবিরতি চলবে। প্রশাসনকে স্তব্ধ করে দেব।

তিনি বলেন, গত ৫ বছরে সাড়ে সাতশ কোটি টাকা পুজো অনুদানে খরচ করেছে রাজ্য সরকার। কিন্তু ডিএ দিচ্ছে না। ভাঁড়ার শূন্য হলে শ্বেতপত্র প্রকাশ করুক সরকার।

চলতি বছর দুর্গাপুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বজনীন ক্নাবের পুজো অনুষ্ঠানের জন্য ৬০ হাজার টাকা ধার্য করেছেন। প্রায় ৪৩ হাজার পুজো কমিটি পিছু ২৫৮ কোটি টাকা খরচ হবে। এদিকে সরকারি কর্মীদের ডিএ না মেটানোর অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেস সরকার।

সিপিআইএমের রাজ্য সরকারি কর্মচারি সংগঠন কোঅর্ডিনেশন কমিটির দাবি, অবিলম্বে, ৩১ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হবে। এই দাবিতে মঙ্গলবার ২ ঘণ্টা কর্মবিরতি পালনের ডাক দিয়েছে সংগঠনটি। সংগঠনের দাবি রাজ্যের সব সরকারি দফতরে পালিত হবে এই কর্মসুচি।

কোঅর্ডিনেশন কমিটির দাবি, বকেয়া ডিএ পূরণের দাবি না মানলে আগামীদিনে বৃহত্তর আন্দোলন। সেই আন্দোলন হবে টানা কর্মবিরতি।