স্কুল শিক্ষায় বেলাগাম ‘দুর্নীতি’, হাল ফেরাতে ব্রাত্য খাচ্ছেন হিমশিম

শিক্ষা দফতরের অধীনে নিয়োগ দুর্নীতিতে প্রবল বিতর্কে পড়েছে রাজ্য সরকার। হিমশিম খাচ্ছেন মন্ত্রী ব্রাত্য বসু। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের স্কুল শিক্ষায় বিশেষজ্ঞ কমিটিতে ব্যাপক…

শিক্ষা দফতরের অধীনে নিয়োগ দুর্নীতিতে প্রবল বিতর্কে পড়েছে রাজ্য সরকার। হিমশিম খাচ্ছেন মন্ত্রী ব্রাত্য বসু।

পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের স্কুল শিক্ষায় বিশেষজ্ঞ কমিটিতে ব্যাপক রদবদল আনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাদ পড়লেন পুরাতন কমিটির একাধিক সদস্য।

নতুন কমিটির মেয়াদ এক বছরের জন্য ধার্য করা হয়েছে। প্রতিটি বিষয়ে একজন করে মেন্টর আনা হয়েছে।

শিক্ষা দফতর সূত্রে খবর, কেন্দ্রীয় শিক্ষানীতির পাল্টা শিক্ষানীতি আনতে চলেছে রাজ্য সরকার। সেই নীতি নির্ধারণ করতে দশ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার স্বার্থ রক্ষা করাই এই কমিটির প্রধান লক্ষ্য। নির্দেশিকা প্রকাশের দুই মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

জানা গিয়েছে, ছাত্রছাত্রীদের নতুন ভাবনার পাশাপাশি কর্মসংস্থানের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে।
তৃণমূল ক্ষমতায় আসার পর স্কুল শিক্ষায় একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। দীর্ঘ সময় চলে গেলেও সেই কমিটিতে কোনও বদল হয়নি। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী আসার পর পুরাতন কমিটি ভেঙে দেওয়া হয়। ৮ টি বিষয়ে ৮ জন মেন্টরকে আনা হয়েছে।

সম্প্রতি স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, এই কমিটিরত মেয়াদ ১ বছর। পরবর্তী নির্দেশিকা না পাওয়া অবধি নতুন কমিটি গঠন করা যাবে না।