বুদ্ধবাবুর শরীরে ক্লেবশিয়েলা ব্যাক্টেরিয়া পেলেন চিকিৎসকরা, চিন্তা বাড়ল

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখনও বিপদমুক্ত নন। জানালেন উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা। তারা জানাচ্ছেন,মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স একরকম ব্যাক্টেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে।ক্লেবশিয়েলা (Klebsiella) নামে…

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখনও বিপদমুক্ত নন। জানালেন উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা। তারা জানাচ্ছেন,মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স একরকম ব্যাক্টেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে।ক্লেবশিয়েলা (Klebsiella) নামে মারণ ব্যাক্টেরিয়ার খোঁজ পেয়েছেন চিকিৎসকেরা। এটি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাক্টেরিয়া। বদলে ফেলা হয়েছে অ্যান্টিবায়োটিক।আগামী ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রক্তচাপের ওঠানামা রয়েছে। ফুসফুসের দু’দিকেই আক্রমণ করেছে নিউমোনিয়া।

হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসের কতটা ক্ষতি হয়েছে তা বোঝার জন্য সিটি স্ক্যান করা হবে। রক্তের কয়েকটি পরীক্ষাও পুনরায় করা হতে পারে বলে খবর। চিকিৎসায় অল্প সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আচ্ছন্ন ভাব কিছুটা কেটেছে। মাঝে মধ্যে অল্প চোখ খুলছেন। রাইলস টিউবে দেওয়া হচ্ছে তরল খাবার।

   

শনিবার দুপুরের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি অবনতি হয়। দ্রুত তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়। সেই সময় বুদ্ধবাবুর পরিস্থিতি ছিল সংকটজনক। তাঁর শরীরে অক্সিজেন মাত্রা নামতে শুরু করেছিল। হাসপাতালে আনার পর সেই পরিস্থিতির খানিকটা উন্নতি হয়। এরপর ফের তাঁর শারীরস্থান পরিস্থিতির অবনতি হয়। রবিবার সকালেও তিনি সংকটজনক।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্টের সমস্যা গত প্রায় ১৫ বছরের বেশি। একসমের চেইন স্মোকার নাট্যমোদী-সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিত্ব বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার কারণ সিওপিডি। তাঁর শ্বাসকষ্টের জন্য অক্সিজেন লাগে বেশিরভাগ সময়। বাড়িতেই চলে চিকিৎসা। সর্বক্ষণ অক্সিজেন সাপোর্ট নিয়ে থাকতে হয় বাড়িতে। শনিবার পরিস্থিতির অবনতি হয়। তাঁকে উডল্যান্ডসে ভর্তি করানো হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, উনি দীর্ঘ সময় ধরেই অসুস্থ। চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাননি। তাঁর চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে ইনভেসিভ ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই চিকিৎসক কৌশিক চক্রবর্তী, সৌতিক পাণ্ডার নেতৃত্বে তৈরি হয়েছে নয় সদস্যের মেডিক্যাল বোর্ড। কৌশিকবাবু বলছেন, “বুদ্ধদেব বাবুর শারীরিক উন্নতি হবে সেটা আগামী কয়েকদিনে বোঝা যাবে। ওনার শরীর অ্যান্টিবায়োটিক কতটা গ্রহণ করতে পারছে, কতটা কাজে লাগছে, নিউমোনিয়া কমছে কিনা সেটা এখনই বোঝা সম্ভব নয়।”