Coal Scam: মলয় ঘটক যাবেন তাঁর জায়গায় যেখানে পার্থবাবু আছেন: সুকান্ত মজুমদার

কয়লা পাচার (Coal Scam) মামলায় বুধবার সকাল থেকে আসানসোল এবং কলকাতা জুড়ে তল্লাশি অভিযানে (CBI) সিবিআই। আইনমন্ত্রী মলয় ঘটকের একাধিক ঠিকানায় চলছে অভিযান। কলকাতায় সরকারি…

কয়লা পাচার (Coal Scam) মামলায় বুধবার সকাল থেকে আসানসোল এবং কলকাতা জুড়ে তল্লাশি অভিযানে (CBI) সিবিআই। আইনমন্ত্রী মলয় ঘটকের একাধিক ঠিকানায় চলছে অভিযান। কলকাতায় সরকারি আবাসনে সিবিআই জেরা করছে মন্ত্রীকে। জেরা করা হচ্ছে মলয় ঘটকের স্ত্রীকে। এই প্রেক্ষিতে বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কটাক্ষ পুরো মন্ত্রিসভা জেলের ভিতর থাকবে।

এর আগে কয়লা পাচার মামলার তদন্তে ইডি জেরার মুখে পড়েন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেরা চলাকালীন সুকান্ত মজুমদার দাবি করেন বড় খবর আসবে। এবার আইনমন্ত্রী মলয় ঘটককে সিবিআই জেরা শুরু করতেই বিজেপি রাজ্য সভাপতি ফের ডিসেম্বরে সরকার বদলের কথা উস্কে দিলেন।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, বহুবার আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি মলয় ঘটকের নাম। যিনি পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী। তাঁর নাম কয়লা কেলেঙ্কারিতে বারবার জড়িয়েছে। আপনারাই দেখিয়েছেন স্বাভাবিকভাবে আসানসোল একটা বড় কয়লা বেল্ট। সেখান থেকে অবৈধভাবে পাচার চলত। এটা কেউ আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে অস্বীকার করতে পারি না। তার তদন্ত চলছে। এই মুহুর্তে সিবিআইয়ের এই তদন্তকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অভিযানের ফলে জোগাড় হবে। আর কিছুদিনের মধ্যে মলয় ঘটক তাঁর জায়গায় যাবেন, যেখানে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন।

রাজ্য বিজেপির সভাপতি বলেন, একটার পর একটা মন্ত্রী যদি এভাবে গ্রেফতার হতে থাকে, এখন আইন মন্ত্রীর অপেক্ষা। মন্ত্রিসভাটাই তো এবার জেলের ভিতরে থাকবে। জেলের ভিতরে যদি মন্ত্রীগুলো থাকে, মুখ্যমন্ত্রীও যদি জেলে ঢুকে যায়, তদন্তের পরিপ্রেক্ষিতে, তাহলে স্বাভাবিকভাবে সরকার থাকবে না। তাই আমরা একটা অনুমান করছি এবার সরকার থাকবে না।