এবার বাজারে এসে গেলো বিশ্বের সব থেকে ছোটো স্মার্টফোন  

এখন বাজারে এসে গেছে বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন, যার ডিসপ্লের সাইজ মাত্র ৩ ইঞ্চি। ফোনটির ওজন মাত্র ৬০.৩৮ গ্রাম। ইউনিহার্টজের উদ্ভাবনীয় নতুন এই মিনি ডিভাইসের…

এখন বাজারে এসে গেছে বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন, যার ডিসপ্লের সাইজ মাত্র ৩ ইঞ্চি। ফোনটির ওজন মাত্র ৬০.৩৮ গ্রাম। ইউনিহার্টজের উদ্ভাবনীয় নতুন এই মিনি ডিভাইসের নাম দেওয়া হয়েছে “ইউনিহার্টজ জেলি ২” (Unihertz jelly 2)। এটি বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন ফোন বলেই দাবি করছেন নির্মাতা সংস্থা।

ফোনটি চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। স্মার্টফোনটিতে ফোর-জি কানেক্টিভিটি, শক্তিশালী প্রসেসর, জিপিএসসহ অন্যান্য সকল সুবিধা যা সাম্প্রতিককালের স্মার্টফোনে থাকে তা সব থাকবে।
প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ অনায়াসে ইনস্টল করা যাবে । ইউনিহার্টজ জেলি ২ তে বিশেষ ফিচার হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জি-সেন্সর, কম্পাস, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং এফএম রেডিও। সেই সাথে থাকছে কালারফুল ডিসপ্লে। ৩ ইঞ্চির ডিসপ্লেতে ৪৮০x ৮৫৪ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে। এই অত্যাধুনিক ডিসপ্লেতে ভিডিও দেখার পাশাপাশি ভালো গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে।

এই ফোনটিতে এমন একটি অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে যার ফলে বিশ্বের যে কোনো দেশেই ৪জি কানেক্টিভিটি পাওয়া যাবে। সঙ্গে থাকছে ডুয়াল সিমের স্ট্যান্ড বাই সাপোর্ট। ফোনটির বিশেষ একটি ফিচার হচ্ছে ইনফ্রারেড ব্লাস্টার। এ ফিচার ব্যবহার করে বাইরে থেকে বাড়ির ভেতরের যে কোন যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা যাবে।
এছাড়া ভেতরে রয়েছে মিডিয়াটেক হেলিও পি- সিক্সটি চিপসেট। অক্টা-কোর ২.০ এই প্রসেসরের সঙ্গে থাকছে ৬ জিবি র‍্যাম। এটিতে রয়েছে ২০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।

বিশ্বের সবথেকে ছোট ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে আরো থাকবে ইউএফএস ২.১ স্টোরেজ, একটি স্পিকার এবং হেডফোন জ্যাক।
আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে এই ফোন বিক্রি হচ্ছে। অন্যান্য দেশে পাওয়া যেতে এখনো কিছুটা সময় লাগতে পারে। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন থেকে কেনা যাবে বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোনটি। ফোনটির রং সবুজ । যার বর্তমান দাম ১৯৯ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার টাকার কাছাকাছি।

ফোনটি কিনলে সঙ্গে বাক্সের মধ্যেই পাওয়া যাবে একটি কেস, স্ক্রিন প্রোটেকটর, ইউএসবি টাইপ-সি পোর্ট, ওয়্যারিন্টি কার্ড, সিম ইজেকটর টুল, চার্জর, ইউজার গাইড।