Coal Scam: আজ বড় কিছু হতে পারে, বিস্ফোরক ইঙ্গিত সুকান্তর

কয়লা পাচার (Coal Scam) তদন্তে তৃ়নমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করছে ইডি। এর মাঝে বিস্ফোরক ইঙ্গিত দিলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি…

Coal Scam: আজ বড় কিছু হতে পারে, বিস্ফোরক ইঙ্গিত সুকান্তর

কয়লা পাচার (Coal Scam) তদন্তে তৃ়নমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করছে ইডি। এর মাঝে বিস্ফোরক ইঙ্গিত দিলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি (Sukanta Majumdar) সুকান্ত মজুমদার। তিনি বলেছেন আজ বড় কিছু হতে পারে।

সুকান্তর মন্তব্য নিয়ে তীব্র শোরগোল। এদিকে তৃণমূলের অন্দরে প্রবল উত্তেজনা। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজকর্ম নিয়ে বিজেপি রাজ্য সভাপতির আগাম মন্তব্য প্রমাণ করছে তাদের সঙ্গে তদন্তকারীদের সংশ্রব আছে।

Coal Scam: আজ বড় কিছু হতে পারে, বিস্ফোরক ইঙ্গিত সুকান্তর

সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে ইডি। কী জিজ্ঞাসাবাদ করছে দিল্লি থেকে আসা ইডি গোয়েন্দারা। তৃণমূল জুড়ে উদ্বেগ। আগের মতো জেরা শেষে বের হবেন কি দলীয় সাধারণ সম্পাদক উঠছে এই প্রশ্ন।

কয়লা পাচারে শুধুমাত্র অভিষেক নয়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে৷ নজরে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীর। এর আগে দিল্লিতে তলব নিয়ে আপত্তি ছিল অভিষেকের। তাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেখানে তাঁর স্পষ্ট বক্তব্য ছিল কলকাতাতেও ইডির অফিস রয়েছে। সেখানে তাঁকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? কলকাতার অফিসে একশোবার হাজিরা দিতে রাজি তিনি।

Advertisements

Coal Scam: আজ বড় কিছু হতে পারে, বিস্ফোরক ইঙ্গিত সুকান্তর

বিষয়টিকে নিয়ে ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল। বিজেপির তোতা হিসাবে কথা বলছে ইডি ও সিবিআই৷ কটাক্ষ করে স্যোশাল মিডিয়ায় বিশেষ পোস্ট তৃণমূলের৷ এর আগে অভিষেককে তলব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দেন। তিনি বলেন আগামী দিনে ওকেও নোটিশ পাঠানো হতে পারে। অভিযোগ অভিষেকের কাছে আগেই পৌঁছে গেছিল নোটিশ। সবটা জেনে তৃণমূল ছাত্র পরিষদ সমাবেশে মমতা বলেন নোটিশ পাঠাতে পারে!

সব মিলিয়ে কয়লা পাচার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলবে আরও একবার উত্তপ্ত বঙ্গ রাজনীতি। তৃণমূলে বাড়ছে টেনশন।