বিচারপতি গঙ্গোপাধ্যায় কাজ চালিয়ে যান, বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা

সরকারি অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাত হয়েছিল। সেই সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতার তরফে কাজ চালিয়ে যাওয়ার বার্তা পান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের একাংশ আনুষ্ঠানিক…

abhijit gangopadhyay

সরকারি অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাত হয়েছিল। সেই সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতার তরফে কাজ চালিয়ে যাওয়ার বার্তা পান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের একাংশ আনুষ্ঠানিক হস্তান্তরের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে যা কথা হয়েছিল সেবিষয়ে আদালতে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

মঙ্গলবার এক মামলার শুনানির ফাঁকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, নব মহাকরণ হস্তান্তরের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল। আমি গিয়ে বলি, ম্যাডাম আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি নমস্কার করি, উনিও পাল্টা নমস্কার করেন। উনি জানান, আপনার নাম শুনেছি। আপনি অনেক কাজ করছেন। আপনি আপনার কাজ চালিয়ে যান।

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি প্রার্থীদের কাছে আশার দূত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশে একাধিক চাকরিপ্রার্থীরা চাকরি যেমন খুইয়েছেন, তেমনই চাকরি পেয়েছেন অনেকে। এই রায়ের জেরে তৃণমূল কংগ্রেস বেকায়দায়। প্রবল বিতর্কে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। একাধিক মামলার তদন্তে নেমেছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন উপদেষ্টা কমিটির দুই সদস্যদের। গ্রেফতার করা হয়েছে দুই মিডিলম্যানকেও। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

একাধিক মামলা নিয়ে আইনজীবীদের সঙ্গে তাঁর বাদানুবাদ নিয়েও জল্পনা হয়েছে বিভিন্ন মহলে। এমনকি আইনজীবীদের সঙ্গে তাঁর কথোপকথন নিয়েও প্রতিদিন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কর্মকাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানিয়েছেন একাধিক আইনজীবীরা। তা নিয়ে মুখ খুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, আমার বিরুদ্ধে কয়েক জন আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। এতে অবাক হয়েছি! চিঠিতে লেখা হয়েছে একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করছি। অথচ ওই চিঠিতে কেউ লিখল না আমার জন্য কত জন দুর্নীতিগ্রস্ত মানুষ জেলে রয়েছেন, গ্রেফতার হয়েছেন।