Coal scam: জোড়া তলব ইডির, হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের শ্যালিকা

মঙ্গলবারই কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়,  এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে তলব করল ইডি।…

মঙ্গলবারই কয়লা পাচারকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়,  এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে তলব করল ইডি। আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে ইডির সফর দফতরে তলব করা হয়েছে। 

 

এদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন মেনকা। তাঁকে দিল্লির পরিবর্তে কলকাতায় তলব করা হোক। এদিকে অভিষেককে শুক্রবার অভিষেককে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে ইডির আধিকারিকরা আসছেন। উল্লেখ্য, ২৯ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সরাসরি কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

তৃণমূল সুপ্রিমো বলেন, পার্থ চোর হলে আইনি বিচার হবে। কিন্তু কেষ্ট চোর, ববি চোর, অরূপ চোর, অভিষেক চোর, আমাকেও চোর বলছে। তিনি বলেন, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো বক্তব্য রেখেছে। আগামী দিনে ওকেও নোটিশ পাঠানো হতে পারে। অভিষেকের বউকে নোটিশ পাঠিয়েছিল। এবার ২ বছরের বাচ্ছাটাকে নোটিশ দিতে পারে। আমি বলব ওকে নিয়ে যাস। চিনিয়ে রাখিস।