HomeWest BengalKolkata CityMamata Banerjee: নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত ২, মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থলে মমতা

Mamata Banerjee: নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত ২, মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থলে মমতা

- Advertisement -

মাথায় ব্যান্ডেজ নিয়ে গার্ডেনরিচে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল রবিবার রাতে গার্ডেনরিচে একটি নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হয় ২ জনের। ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পরে গিয়েছে।

   

এদিকে খবর পেয়েই আজ সোমবার সকাল সকাল মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে ধংসস্তূপের তলা থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। আজ মমতার সঙ্গে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু প্রমুখ।

জানা গিয়েছে, কলকাতা পুরসভার ১৩৪ নং ওয়ার্ডে বহুতল ভেঙে বিপর্যয় হয়েছে। গার্ডেনরিচে ঝুপড়ির উপর ভেঙে পড়ে বহুতলের একাংশ। বহুতল লাগোয়া কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। গার্ডেনরিচে বেআইনিভাবে বহুতল নির্মাণের অভিযোগ উঠেছে। এদিকে ঘটনাস্থলেই স্বজনহারাদের হাহাকার পড়ে গিয়েছে। 

মমতা জানান, ‘দুর্ঘটনার পর থেকে যোগাযোগ রাখছি। মেয়রকে জিজ্ঞাসা করেছি অনুমতি ছিল না। মেয়র জানিয়েছেন অনুমতি না নিয়েই নির্মাণকার্য চলছিল। গার্ডেনরিচের ঘটনায় মর্মাহত। উদ্ধারকায যত তাড়াতাড়ি হবে তত ভালো। বেআইনি কাজ করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। অসহায় পরিবারের পাশে থাকবে সরকার। খুব ঘিঞ্জি এলাকা, সহযোগিতা চাইছি।’ এদিন আহতদের দেখতে হাসপাতালে অবধি যান মমতা। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular