WPL 2024: আরসিবির কাপ জয়ের পিছনে রয়েছে এই কারণ

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL 2024) জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। স্পিন বোলিংয়ের দুর্দান্ত প্রদর্শনের মাধ্যমে দিল্লি ক্যাপটিয়ালসকে মাত্র ১১৩ রানে আটকে দিয়েছিল…

WPL 2024 RCB vs DC

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL 2024) জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। স্পিন বোলিংয়ের দুর্দান্ত প্রদর্শনের মাধ্যমে দিল্লি ক্যাপটিয়ালসকে মাত্র ১১৩ রানে আটকে দিয়েছিল আরসিবি। লক্ষ্যমাত্রা কম থাকলেও তাড়াহুড়ো করে কোনও ভুল করেনি ব্যাঙ্গালোর। নিজেদের নার্ভ শক্ত রেখে, পরিকল্পনা অনুযায়ী খেলেই তারা জিতেছে উইমেন্স প্রিমিয়ার লিগ।

ফাইনাল ম্যাচে আট উইকেটের জয় অর্জন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ছোট রান তাড়া করতে নেমে কিছুটা চাপ তৈরি হলেও ফর্মে থাকা অধিনায়ক স্মৃতি মান্ধানার নেতৃত্বে আরসিবি জয়ের পথ থেকে সরে আসেনি। মন্ধানা ও সোফি ডিভাইন ৪৯ রানের ওপেনিং জুটি গড়েন। শিখা পান্ডে তাঁর চার ওভারে মাত্র ১১ রান দেওয়ার ক্ষেত্রে নিজের সমস্ত অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন। ডিভাইনকে এলবিডাব্লুয় আউট করার ক্ষেত্রে তাঁর মুন্সিয়ানার প্রশংসা করতে হয়। তবে ৩৭ বলে ৩৫ রান করে অপরাজিত থাকা অপর অভিজ্ঞ ব্যাটার এলিস পেরি দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মান্ধানা পেরি জুটি এগিয়ে নিয়ে যায় আরসিবিকে।

 

এলিমিনেটরে মুম্বাই ইন্ডিয়ান্সের পর ফাইনালের দিন আরসিবির স্পিন আক্রমণ ছিল টপ ক্লাস। মলিনেক্সের তিন উইকেট পেলেও ডিসির ভাগ্য নির্ভর করছিল তাদের অধিনায়ক মেগ ল্যানিংয়ের ওপর। শ্রেয়াঙ্কা পাতিল অবশ্য নিজের সহজাত বোলিং করে যাওয়ার ছেস্তা করে গিয়েছেন ধারাবাহিকভাবে। বড় শট খেলতে গিয়ে ভুল করে বসেছিলেন ব্যাটাররা। পিচের সাহায্য নিয়ে আরসিবি স্পিনাররা নিজেদের কাজ সম্পন্ন করেছেন দক্ষতার সঙ্গে। ১৩ উইকেট নিয়ে বেগুনী টুপি জিতেছেন শ্রেয়াঙ্কা পাতিল। তিনিই এবারের এমার্জিং প্লেয়ার।