পায়ে-কোমরে চোট পান মুখ্যমন্ত্রী, এখন কেমন আছেন মমতা?

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে নেওয়া হয়। এরপর সেবক এয়ারবেসে জরুরী অবতরণ করে কপ্টার। কপ্টারে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপ্টার থেকে…

Mamata Banerjee's Injured MRI Conducted Inside Helicopter Amidst Disaster, Ministers Swiftly Respond to Hospital

short-samachar

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে নেওয়া হয়। এরপর সেবক এয়ারবেসে জরুরী অবতরণ করে কপ্টার। কপ্টারে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। এসএসকেএম এ চিকিৎসার পর বাড়ি ফিরে যান তিনি। এখন কেমন আছেন বাংলার মুখ্যমন্ত্রী?

   

জানা গিয়েছে যে এসএসকেএম-এর চিকিৎসকরা আজও মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার ওপর নজর রাখবে। বাড়িতেই চলবে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির পাশাপাশি চলছে ওষুধ। সেই ওষুধগুলোয় মুখ্যমন্ত্রীর কতটা উন্নতি হল সেটাও দেখবেন এসএসকেএমের চিকিৎসকেরা।

এসএসকেএম সূত্রে খবর আগামীকাল মুখ্যমন্ত্রীর পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২৭ জুন) জলপাইগুড়ি থেকে উড়ানের পর দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রীর (mamata banerjee) কপ্টার জরুরি অবতরণ করে। জানা গেছে কলকাতায় আসার পর তিনি বলেন পায়ে লাগছে। এয়ারপোর্ট থেকেই তিনি হাসপাতালে চলে যান। সেখানে তিনি গাড়ি থেকে নেমে খুঁড়িয়ে হাঁটেন। পরে তাঁকে হুইল চেয়ার দেওয়া হয়।

এসএসকেএম-এ এমআরআই করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছিলেন তিন সদস্যের চিকিৎসক দল। পরে চিকিৎসকরা জানান তাঁর বাঁ পায়ের লিগামেন্টে চোট আছে। দুর্যোগের কারণে কপ্টারের জরুরি অবতরণের পর তিনি আঘাত পান।