East Bengal: মোহনবাগানের প্রাক্তন ফুটবলারের দিকে নজর ইস্টবেঙ্গলের!

গত মরসুমে ভালো দল গড়ার চেষ্টা করেছিল Emami – ইস্টবেঙ্গল (East Bengal)। শেষ মুহূর্তে সাধ্য মতো চেষ্টা করেছিল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট।

Jayesh Rane, Former Mohun Bagan Player, Considering Switch to East Bengal

গত মরসুমে ভালো দল গড়ার চেষ্টা করেছিল Emami – ইস্টবেঙ্গল (East Bengal)। শেষ মুহূর্তে সাধ্য মতো চেষ্টা করেছিল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। দলে একাধিক তারকা থাকার পরেও সাফল্য আসেনি ক্লাবে। আসন্ন মরসুমের আগে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে চাইছে ইস্টবেঙ্গল। তাই ট্রান্সফার উইন্ডো খোলার আগে থেকে সক্রিয় রয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট।

ইতিমধ্যে সামাজিক মাধ্যমে একাধিক সই সংবাদ দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। আগামী দিনে আরও একাধিক ফুটবলারকে দলে নেওয়া হবে বলে আশা করছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। একজন ভালো মানের মিডফিল্ডারকে দলে নিতে পারে কলকাতার এই শতাব্দী প্রাচীন ক্লাব। শোনা যাচ্ছে, কলকাতা ময়দানে খেলে যাওয়া এক ফুটবলারের দিকে নজর রয়েছে ইস্টবেঙ্গলের।

মাঝমাঠের এই ফুটবলার অতীতে খেলেছেন এটিকে এবং এটিকে মোহন বাগানের হয়ে। কথা হচ্ছে জয়েস রানে প্রসঙ্গে। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, জয়েস রানের দিকে চোখ রয়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের। এক সময় ভারতীয় ফুটবলের অন্যতম প্রতিভাধর ফুটবলার হিসেবে গণ্য করা হতো তার নাম। ক্রমে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি তিনি। মরসুম এগোনোর সঙ্গে কমেছে জয়েসের মাঠে নামার সময়।

গত মরসুমে ছিলেন বেঙ্গালুরু ফুটবল ক্লাবে। খুব বেশি সুযোগ পাননি সেখানে। মনে করা হচ্ছে, বেঙ্গালুরু ফুটবল ক্লাবের প্রতি খুব একটা খুশি নন তিনি। ২০১৭-২০ মরসুমে এটিকে ফুটবলার হিসেবে খেলেছিলেন প্রায় পঞ্চাশটি ম্যাচ। এটিকে মোহন বাগানের হয়ে এক মরসুমে পনেরোটির বেশি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। বেঙ্গালুরুর হয়ে গোল করলেও পর্যাপ্ত ম্যাচে মাঠে নামতে পারেননি জয়েস রানে।