মোদীর রাম মন্দির উদ্বোধনের পাল্টা ‘সংহতি মিছিল’-এর ডাক মমতার

অযোধ্যায় রাম মন্দিরে আগামী ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে পাল্টা কর্মসূচির ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠক…

Mamata Banerjee

অযোধ্যায় রাম মন্দিরে আগামী ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিনে পাল্টা কর্মসূচির ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ‘সংহতি মিছিল’-এর ডাক দিলেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “‘ওই দিন হাজরা থেকে পার্কসার্কাস পর্যন্ত সংহতি মিছিল হবে। তৃণমূলের পক্ষ থেকে সর্বধর্মের প্রতিনিধিদের নিয়ে ওই কর্মসূচি করব।’’

   

মুখ্যমন্ত্রী জানান আগামী ২২ জানুয়ারি হাজরা মোড় থেকে মিছিল শুরু করবেন তিনি। তারপরে মিছিল যাবে পার্কসার্কাস ময়দানে। তৃণমূলনেত্রী দলের উদ্দেশে বলেন যে শুধু কলকাতা নয়, ওই দিন সব জেলায়, সব ব্লকে সংহতি মিছিল করতে হবে। তৃণমূলের তরফে বলা হয়েছে যে গেরুয়া শিবির বিভাজনের উদ্দেশে রাস্তায় নামতে চেষ্টা করবে। পাল্টা তৃণমূল সংহতির বার্তা নিয়ে মিছিল করবে। এর মধ্যেই সঙ্ঘ পরিবারের অধীনে বিভিন্ন সংগঠন রাম মন্দির উদ্বোধনের কর্মসূচি দেখাতে নানা আয়োজন করেছে।

মুখ্যমন্ত্রী নবান্ন থেকে স্পষ্ট করে দেন যে এটা কোনও প্রতিবাদ কর্মসূচি নয়। মমতা বলেন যে তিনি মনে করেন মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা সাধুসন্তদের কাজ। তিনি বলেন,”আমি সাধুসন্তদের সম্মান করি। তাঁরা কী বলছেন আমি শুনছি।’’

সম্প্রতি, রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা নিয়ে পুরী ও উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্যেরা নরেন্দ্র মোদী তথা বিজেপির তীব্র সমালোচনা করেছেন। তাঁরা বলেছেন যে মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা শাস্ত্র মতে হচ্ছে না।

মুখ্যমন্ত্রী মমতা জানান যে হাজরা মোড় থেকে ‘সংহতি মিছিল’ শুরুর আগে তিনি কালীঘাট মন্দিরে যাবেন। মমতা বলেন, “মা কালীকে ছুঁয়ে, মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা ছুঁয়ে, সর্ব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই মিছিল করব।’’

দল ছাড়া বৃহত্তর নাগরিক সমাজকেও এই মিছিলে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূলনেত্রী।