সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস বৃদ্ধির লংজাম্প, বড় ঘোষণা মমতা সরকারের

সিভিক ভলান্টিয়ারদের জন্য দারুন সুখবর। পুজোর ৪৮ দিন বাকি থাকতেই সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা করা হল। বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বোনাস বৃদ্ধির…

Civic Volunteers Puja Bonus Hike, সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস বৃদ্ধি

সিভিক ভলান্টিয়ারদের জন্য দারুন সুখবর। পুজোর ৪৮ দিন বাকি থাকতেই সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা করা হল। বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বোনাস বৃদ্ধির কথা জানানো হয়েছে। এবার সিভিক ভলান্টিয়ারদের পুজো বোনাস একলাফে বাড়ল ১৩ শতাংশ।

রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর। এবার পুজোয় তাদের বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক লাফে তাদের বোনাস বাড়ল প্রায় ১৩ শতাংশ। বুধবার নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। এর ফলে এবছর বোনাস বাবদ ৬০০০ টাকা হাতে পাবেন সিভিক ভলান্টিয়াররা।

   

নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার পুজো বোনাস বাবদ সিভিক ভলান্টিয়াররা প্রত্যেকে পাবেন ৬০০০ টাকা করে। এতদিন বোনাসের অঙ্ক ছিল ৫,৩০০ টাকা করে। অর্থাৎ সিভিক ভলান্টিয়ারদের বোনাসএক লপ্তে এবার বাড়ল ৭০০ টাকা।

প্রত্যেকের ফাইল রেডি হচ্ছে, দলের মধ্যে কাদের নিশানা করলেন মদন?

প্রশাসন বলছে, বোনাস বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছিল আগেই। বোনাস বাড়ানোর জন্য ফাইল অর্থ দফতরে পাঠানো হয়েছিল। অবশেষে অর্থ দফতরের সবুজ সংকেত এসেছে। অর্থাৎ, নতুন কাঠামোয় বোনাস মঞ্জুর হতেই বুধবার সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল রাজ্য সরকারের তরফে।

টানা সিবিআই জেরা, ভয়ে কুঁকড়ে ডাঃ সন্দীপ, তার মাঝেই হাইকোর্টের রায়ে মিলল সামান্য স্বস্তি

আগে অর্ডার থাকলেও সেখানে সিভিক ভলান্টিয়র বা ভিলেজ পুলিশ নামটা উল্লেখ ছিল না। তারপরই স্বরাষ্ট্র দফতর থেকে অর্থ দফতরের কাছে পুরোটার ব্যাখ্যা চাওয়া হয়। তারপরই দেখা যায় তাঁরা সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের নামটা উল্লেখ করে। বলা হয় দুই বাহিনীই পুজো বোনাস পাবেন।

সিভিক ভলান্টিয়ারদের দৌরাত্ম্য নিয়ে রাজ্যজুড়ে অভিযোগের অন্ত নেই। সম্প্রতি আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয রায়ও পেশায় সিভিক ভলান্টিয়ার বলে প্রশাসন সূত্রে খবর। ফলে, লালবাজারের তরফে কলকাতা পুলিশের সব থানার কাছে সিভিক ভলান্টিয়ারদের ক্যারেক্টার সার্টিফিকেট চেয়ে পাঠানো হয়েছে। এরই মধ্যে সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস বাড়াল রাজ্য সরকার।