সারা রাত নীল পর্দা ঘেরা ধর্না মঞ্চে রাত কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee, Chief Minister of West Bengal)৷ সারারাত দলনেত্রীর সঙ্গী ছিলেন দোলা সেন। সকাল ৯ টা নাগাদ উঠল ধর্না মঞ্চের পর্দা। দোলা ও চন্দ্রিমাদের নিয়ে দ্বিতীয় দিনের ধর্না শুরু করলেন দলনেত্রী৷
গতকাল বেলা ১২ টা থেকে রেড রোডে বিআর আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। মধ্যরাত অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস। মধ্যরাতে উপস্থিত ছিল যুব নেতারা। সকাল ৯ টা বাজতেই পর্দা উঠে যায়।
মূলত যে যে দাবিগুলিকে সামনে রেখে তৃণমূলের তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছে, তা হল বিজেপি সরকার ন্যায্য পাওনা থেকে বাংলাকে বঞ্চিত করেছে। কেন্দ্রের কাছে রাজ্য সরকারের প্রাপ্য ১ লক্ষ কোটি টাকা। ১০০ দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার বকেয়া টাকা নিয়েও সরব হয়েছেন তাঁরা। একইসঙ্গে গণতন্ত্রের কন্ঠরোধ ও বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির ব্যবহার নিয়েও সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী।