Mamata Banerjee: গরমের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কতদিনের ছুটি ?

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর। এরপরেই গরমের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সোমবার থেকে সমস্ত সরকারি ও…

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর। এরপরেই গরমের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সোমবার থেকে সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, বাচ্ছারা আর পারছে না। বড়রা যদি না পারে তাহলে বাচ্ছারা কি করে পারবে। আমরা এটা চাইব না যাতে বাচ্ছারা সমস্যায় পড়ুক। আমি সকলকে জানাতে চাই যার ইচ্ছে হবে যাবে। তবে আমি বলব এই সময় রোদটাকে এড়িয়ে যাওয়ার জন্য। এর জন্য সিলেবাস শেষ করতে অসুবিধা হয়। তাহলে তাঁরা পরে এক্সট্রা ক্লাস করে নেবেন। আমি এই সিদ্ধান্তটা নিয়েছি।

মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলগুলির উদ্দেশ্যে বলেন, আমি বেসরকারি স্কুলগুলিকে অনুরোধ করব, তাঁরা যেন এই অনুরোধ মানে। কারণ, অনেক সময় দেখি সরকারি স্কুলগুলি মানলেও বেসরকারি স্কুলগুলি মানতে রাজি হয় না। এখন অনেকেই সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডে পড়াশুনা করে। আমাকে একটা ব্যবস্থা করতে হবে না মানুষের স্বার্থে!

তবে কত দিন ছুটি চলবে? তা মুখ্যমন্ত্রী বলেননি।