Weather: উত্তরবঙ্গে হড়পা বানের ভয়, দক্ষিণে ভারী বৃষ্টি

Weather: বাংলাদেশের উপরে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ‌। এর প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পড়বে৷ বাংলাদেশ ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে…

Weather: বাংলাদেশের উপরে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ‌। এর প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পড়বে৷ বাংলাদেশ ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ সক্রিয়া হয়েছে মৌসুমি অক্ষরেখাও৷ এর ফলে দক্ষিণবঙ্গের জেলাতে বাড়বে বৃষ্টিপাত। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুরে বাড়বে বৃষ্টিপাত ৷

দক্ষিণবঙ্গে বুধবার থেকে বাড়বে বৃষ্টিপাত৷ তবে স্বাধাীনতা দিবসের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে পারে৷ তবে মঙ্গলবার কলকাতায় কয়েক দফায় হালকা বৃষ্টিপাত হতে পারে৷ ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণপবঙ্গের কয়েকটি জেলায়৷বাংলাদেশের উপরে সৃষ্ট ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলি মেঘলা থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে৷ ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতে হতে পারে দু-একটি জায়গায় ৷

বুধবার থেকে বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া ৷ একইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই থাকছে বৃষ্টিপাতের সতর্কতা৷ তিস্তার জলস্তর বাড়তে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে৷ তিস্তা-সহ একাধিক নদীর জলস্তর বাড়তে পারে ৷

উত্তরবঙ্গের ৫ জেলায় হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে৷ ভুটানে লাগাতার বৃষ্টির ফলে জলঢাকা নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে ৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে ৷