বগটুই গণ হত্যাকাণ্ডে নয়া মোড়, এবার সিবিআই তদন্তের নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী ৭ এপ্রিলের মধ্যে হাইকোর্টে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে।
এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রামপুরহাট এর ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়গ্রাহী। জনমানুষের যথেষ্ট প্রভাব ফেলেছে এই ঘটনা। মানুষের মনে আস্থা জোগাতে উপযুক্ত তদন্তের প্রয়োজন। যাতে প্রকৃত সত্য উদঘাটিত হয়। তাই আদালত জনমানুষের মনের প্রভাবের কথা মাথায় রেখে সিবিআই তদন্তের নির্দেশ দিল।
শুধু তাই নয়, রাজ্য আর এই নিয়ে কোনও তদন্ত করবে না। এছাড়া ধৃতদের সিবিআই-এর হাতে তুলে দিতে হবে বলে নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে যা যা অ্যাকশন নেওয়ার দরকার ছিল তা সব নেওয়া হয়েছে। আমরা রামপুরহাট কাণ্ডের সিবিআই-এর তদন্তের নির্দেশের বিরোধীতা করব না।