আগামীকাল থেকে বাংলাজুড়ে বন্ধের পথে মুরগির মাংস বিক্রি! আগামী বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে মুরগি মাংস সরবরাহকারীরা এবং ধর্মঘটে শামিল হবেন সমস্ত জেলার মুরগি পরিবহণে যুক্ত গাড়িচালক, খালাসিরাও ৷
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মামলা: মমতাকে কড়া নির্দেশ হাইকোর্টের
প্রসঙ্গত ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় । অভিযোগ, মুরগি বোঝাই গাড়ি আটকায় পুলিশ। গাড়ির সমস্ত বৈধ কাগজ থাকা সত্ত্বেও চালকের থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন পুলিশকর্মীরা। টাকা না-থাকায় টর্চের পিছনের অংশ দিয়ে চালকের মাথায় আঘাত করা হয় । এরপর গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। এই ঘটনার প্রতিবাদেই মুরগি পরিবহণে যুক্ত ও মাংস ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন, পুলিশি তোলাবাজি ও জুলুমের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে লাগাতার ধর্মঘটে শামিল হবেন।
কলকাতা আসার মৈত্রী এক্সপ্রেস রুখে বিক্ষোভ, কোটা বিরোধী ক্ষোভে বাংলাদেশে অস্থির
এই ধর্মঘটের ফলে স্বাভাবিক ভাবেই মুরগি মাংসের দাম বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে একাংশ অবশ্য বলছে, চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে ৷ এসময় অনেকেই নিরামিষ খান ৷ ফলে বাজারে মাছ-মাংসের চাহিদা খানিক কম থাকে ৷ ফলে যতটা বাজারে যতটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা, ততটা নাও পড়তে পারে ।
অ্যান্টি ব়্যাগিং কমিটি ও অ্যান্টি ব়্যাগিং স্কোয়াডের সদস্য কমালো যাদবপুর বিশ্ববিদ্যালয়
আবার অন্যদিকে মাংসের পর্যাপ্ত জোগান বন্ধ হলে, কোপ পড়তে পারে মাছ এবং ডিমের চাহিদায়। সমস্যায় পড়বে সাধারণ মানুষ ৷ অন্যদিকে বিভিন্ন হাসপাতালে রোগীদের পাতে পুষ্টিকর খাদ্য হিসেবে চিকেন স্যুপ দেওয়া হয় । ফলে তারা সমস্যায় পড়তে পারে ৷ বিপর্যস্ত হতে পারে ফাস্টফুডের দোকান থেকে বড়-মাঝারি রেস্তোরাঁও ।