Kolkata: নবমীর আনন্দে বাদ সাধতে পারে বৃষ্টি

Kolkata: নবমী নিশিতে উৎসবের সমস্ত আনন্দ চেটেপুটে উপভোগ করতে চায় বাঙালি। কিন্তু, বারবার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে অসুররূপী বৃষ্টি। মহানবমীর শেষ মুহূর্ত পর্যন্ত উৎসবের আনন্দ চেটেপুটে…

durga_puja

Kolkata: নবমী নিশিতে উৎসবের সমস্ত আনন্দ চেটেপুটে উপভোগ করতে চায় বাঙালি। কিন্তু, বারবার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে অসুররূপী বৃষ্টি। মহানবমীর শেষ মুহূর্ত পর্যন্ত উৎসবের আনন্দ চেটেপুটে ভাগ করে নিতে প্রস্তুত বাঙালি।

ষষ্ঠী থেকেই পুজো প্ল্যানে জল ঢালার চেষ্টা করেছিল বৃষ্টি। যদিও তা উপেক্ষা করেই রাস্তায় মানুষের ঢল নামে। অষ্টমীর রাতে বৃষ্টির মধ্যেও ছাতা-রেনকোট সঙ্গেই নিয়েই মণ্ডপে মণ্ডপে দেখা যায় জনমপ্লাবন। বাদ পড়বে না নবমীও। এদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা শহরে । শহরতলী এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

   

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। যার জেরে সপ্তমী থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বেড়েছে। দশমী পর্যন্ত বৃষ্টি থামার সম্ভাবনা নেই। ফলে মঙ্গলবার অর্থাৎ নবমী নিশিও রেহাই পাবে না বৃষ্টির হাত থেকে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, নবমী থেকে বৃষ্টি কমলেও তা পুরোপুরি বন্ধ হবে না। নবমী ও দশমীও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। সেই কারণেই এবার দক্ষিণবঙ্গ পুজোয় ভাসতে পারে বৃষ্টিতে। দশমী পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।