মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট ইস্যুতে কেন্দ্রের হলফনামা তলব

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান বিভ্রাট ইস্যুতে এবার কেন্দ্রের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। এই ঘটনার ফের নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন আবেদনকারীর…

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান বিভ্রাট ইস্যুতে এবার কেন্দ্রের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। এই ঘটনার ফের নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন আবেদনকারীর আইনজীবী ফিরোজ এদুলজি।

এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের আইনজীবী বিল্লোদ্বল ভট্টাচার্য আদালতে জানান, এই বিষয়ে নির্দিষ্ট বিভাগ থেকে ইনস্ট্রাকশন নিতে হবে। অন্যদিকে এই ঘটনা ইস্যুতে কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও বিষয়টি নিয়ে ইনস্ট্রাকশন নেবেন বলে আদালতকে জানান। ২৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, ২২-এর বিধানসভা ভোটে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের হয়ে প্রচারের উদ্দেশে উত্তরপ্রদেশ পাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর গড় বারাণসীতে হাইভোল্টেজ সভা করেন। এরপর কলকাতায় ফেরার সময়ে দমদম বিমানবন্দরে নামার মিনিট দশেক আগে আচমকাই ‘ডিসেন্ড’ হয় মুখ্যমন্ত্রীর বিমানে বলে অভিযোগ।