Partha Chatterjee: জেলে গিয়ে পার্থকে জেরা করতে চায় সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের আর্জি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। তাকে জেরা করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আদালতে সেই মর্মে আবেদন জমা দিল তারা। সিবিআই-এর…

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের আর্জি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। তাকে জেরা করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আদালতে সেই মর্মে আবেদন জমা দিল তারা। সিবিআই-এর দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। তাই জেলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালতে পার্থর জামিনের বিরোধিতাও করেছে সিবিআই।

১৪ মাস ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। বারবার নিজের শারীরিক অবস্থার কথা বলে আদালতে জামিন প্রার্থনা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। জেলে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এসএসকেএমের চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর অনুরোধ ফেরাল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।

শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় একবছর তিন মাস ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, জেলে ওঠা-বসা, হাঁটা-চলায় অসুবিধা হচ্ছে জানিয়ে পূর্ণ সময়ের সহায়ক চেয়ে জেল কর্তৃপক্ষকে চিঠি দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

চিঠি পেয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে এসএসকেএম হাসপাতালে যোগাযোগ করা হয়। গত সপ্তাহে তিন সরকারি চিকিৎসক জেলে এসে পার্থ চট্টোপাধ্যায়কে দেখে যান। সূত্রের খবর, চিকিৎসকরা প্রাক্তন মন্ত্রীকে দেখে কিছু ওষুধ লিখে দিলেও, শুধুমাত্র ব্যায়ামের সময় সাহায্যকারী দেওয়া যেতে পারে বলে জানান। এবার ফের জেরা করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে।