Kunal Ghosh: সারদা নারদা মামলায় মুকুল রায়কে গ্রেফতার করুক CBI

পুরনিগমগুলির ভোটের আগের দিল একেবারে ধুন্ধুমার কান্ড শাসক দল টিএমসির অন্দরে। বিজেপি ত্যাগ করা মুকুল রায় বিজেপিতেই আছেন এমন অবস্থান স্পষ্ট হতেই ফের সরব কুনাল…

Kunal Ghosh: সারদা নারদা মামলায় মুকুল রায়কে গ্রেফতার করুক CBI

পুরনিগমগুলির ভোটের আগের দিল একেবারে ধুন্ধুমার কান্ড শাসক দল টিএমসির অন্দরে। বিজেপি ত্যাগ করা মুকুল রায় বিজেপিতেই আছেন এমন অবস্থান স্পষ্ট হতেই ফের সরব কুনাল ঘোষ। তিনি টুইট করলেন, সারদা নারদা মামলায় সিবিআই গ্রেফতার করুক মুকুল রায়কে।

তিনি আরও লেখেন, ‘আমি ইতিমধ্যে তাকে যৌথ জিজ্ঞাসাবাদের জন্য তাদের চিঠি পাঠিয়েছি। তিনি একজন প্রভাবশালী ষড়যন্ত্রকারী। তিনি শুধুমাত্র তার ব্যক্তিগত সুরক্ষার জন্য বিভিন্ন দলকে ব্যবহার করেছেন। মুকুল রায়কে ছাড় দেওয়া উচিত নয়।’

এদিকে টিএমসি অভ্যন্তরে চলছে মন্থন পর্ব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর লম্বা হয়ে পড়ছে তাঁর ভাইপো ও দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়া।

Advertisements

পরিস্থিতি বুঝে পুরনিগম ভোটের দিনই কালীঘাটে দলীয় শীর্ষ নেতৃত্বের বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক সহ ও পাঁচ নেতা নেত্রী।

বিস্তারিত আসছে…