SBI দিচ্ছে একাধিক পদে চাকরির বড় সুযোগ

বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। স্থায়ী পদে স্পেশালিষ্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে বলে জানিয়েছে SBI। গত ৫ ফেব্রুয়ারি…

বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। স্থায়ী পদে স্পেশালিষ্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে বলে জানিয়েছে SBI। গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণের প্রক্রিয়া। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ভারতীয় স্টেট ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে তাঁদের আবেদন জমা করতে পারবেন। আবেদন জমা করার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২২।

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

   

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্পেশালিষ্ট ক্যাডার অফিসার) পদে মোট ৪৮টি শূন্যপদে করা হবে এই নিয়োগ। তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (নেটওয়ার্ক সিকিওরিটি স্পেশালিষ্ট)- মোট শূন্যপদের সংখ্যা ১৫ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রুটিং ও সুইচিং)- মোট শূন্যপদের সংখ্যা ৩৩।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী প্রার্থীদের যে কোনও বিষয়ে প্রথম শ্রেণির ব্যাচেলর ডিগ্রি থাকা আবশ্যক। ডিগ্রিটি অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করে থাকতে হবে প্রার্থীদের।

বয়সের ঊর্ধ্বসীমা

আবেদনকারী প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।

পরীক্ষার ধরণ

এই পরীক্ষার পূর্ণমান থাকবে ১০০ নম্বর। মোট ৮০টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রার্থীদের। পরীক্ষার সময়সীমা থাকবে দুই ঘণ্টা। যে সকল পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে মোট নম্বর থকবে ২৫।

বাছাই পর্ব

অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে এই পদের জন্য যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
আগামী ২০ মার্চ ২০২২ এই পদের জন্য অনলাইন পরীক্ষা গ্রহণ করা হবে। সারা দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে।