CBI raids in Kolkata: সাত সকালে কলকাতায় সিবিআইয়ের অভিযান

CBI searched the SSC building

চিটফান্ড মামলায় হালিশহরের চেয়ারম্যান রাজু সাহানি এখন সিবিআইয়ের (CBI) হেফাজতে৷ রবিবার সেই ঘটনায় সুবোধ অধিকারীর বাড়িতে তল্লাশি অভিযান (CBI raids ) চালায় তদন্তকারী অফিসাররা। গতকাল টানা ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ফের সকাল বেলাতেই অভিযানে নেমেছে সিবিআই।

Advertisements

সিবিআই সূত্রে খবর, গতকাল সুবোধ অধিকারীর দুই দেহরক্ষী ও আপ্ত সহায়ককে নিয়ে সিজিও কমপ্লেক্সে এসেছিল সিবিআই আধিকারিকরা। পরে দুই জন দেহরক্ষীকে ছেড়ে দিলেও রবিন্দর সিংকে নিয়ে সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সিবিআই সূত্রে খবর, রানিকুঠিতে তল্লাশি শুরু করেছে সিবিআই।

   

অন্যদিকে, সোদপুরে সুব্রত মালাকার নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাচ্ছে ইডির অফিসাররা। আনা হয়েছে ব্যাঙ্কের কর্মীদের। কে এই সুব্রত মালাকার? কেন তার বাড়িতে হানা? সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Advertisements

সূত্রের খবর, গত দুই দিন ধরে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই৷ রাজু ও সাহানি ও সুবোধ অধিকারীর বিষয়ে তথ্য পেতেই রবিন্দর সিংকে নিয়ে অভিযান সিবিআইয়ের। এমনটাই সূত্রে খবর। জানা গেছে, সিজিও কমপ্লেক্স থেকে সোমবার সকাল ৬টা ৫৪ নাগাদ রবিন্দর সিংকে সঙ্গে নিয়ে বেরিয়ে যায় সিবিআইয়ের বিশাল দল। এরপর রানিকুঠির আবাসনে মোট পাঁচটি গাড়িতে করে যায় তাঁরা। বাড়িটির মালিক ভগবান্তদেবী ঝুনঝুনওয়ালা। তাঁর সম্পর্কেও ক্রমশ বাড়ছে রহস্য।