দুর্নীতির তদন্তে নজরে তৃণমূল বিধায়করা,কোমর বেঁধে নামল CBI

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) বৃহস্পতিবার স্কুলে-চাকরির জন্য টাকা নেওয়া অর্থাৎ নিয়োগ দুনীর্তি এবং পৌরসভা-চাকরির ক্ষেত্রে টাকা নেওয়া অর্থাৎ পুরনিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অভিযান…

cbi

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) বৃহস্পতিবার স্কুলে-চাকরির জন্য টাকা নেওয়া অর্থাৎ নিয়োগ দুনীর্তি এবং পৌরসভা-চাকরির ক্ষেত্রে টাকা নেওয়া অর্থাৎ পুরনিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। সূত্রের খবর, কলকাতা, উত্তর ২৪ পরগনার সল্টলেক, কোচবিহার এবং মুর্শিদাবাদে তল্লাশি অভিযান চলছে। তদন্ত সংস্থার দলগুলিকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীরা এসকর্ট করছে।

শিক্ষা নিয়োগ দুর্নীতিতে শহরের দক্ষিণ পাটুলিতে কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (কেএমসি) বাপ্পাদিত্য দাশগুপ্তের সঙ্গে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে আজ সকালে অভিযান শুরু হয়। বাপ্পাদিত্য দাশগুপ্ত পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চ্যাটার্জির অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন হিসাবে পরিচিত, যিনি বর্তমানে একই মামলায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

   

এদিকে সিবিআইয়ের আরেকটি দল সল্টলেকে বিধাননগর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের (বিএমসি) তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে পৌঁছেছে। সূত্রের খবর, পৌরসভার চাকরির মামলায় দেবরাজ চক্রবর্তীর বাড়িতে অভিযান চালানো হচ্ছে। দেবরাজ চক্রবর্তীও BMC এর সদস্য (মেয়র-ইন-কাউন্সিল)।

Advertisements

দেবরাজ চক্রবর্তী, জনপ্রিয় ভক্তিগীতি গায়িকা তথা রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক অদিতি মুন্সির স্বামী। পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের অক্টোবরে সিবিআই দ্বারা তলব করা হয়েছিল তাদের।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার মধ্য কলকাতায় বিজেপির এক সমাবেশে স্পষ্টভাবে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এই ধরনের দুর্নীতির মামলা সহ্য করা হবে না, তার একদিন পরেই রাজ্যে আর্থিক দুর্নীতির ক্ষেত্রে নতুন করে সিবিআই কার্যক্রম শুরু হয়েছে। তাহলে কি এবার বিজেপির ইশারাতেই নাচছে সিবিআই! এমন দাবি শাসকদলের।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News