SSC Scam: এবার সিবিআই থেকে ফোন গেল সেই ববিতার কাছে, প্রয়োজনে তলব

সিবিআই ফোন করেছে! সিবিআই কি তলব করবে? এমনই প্রশ্ন ববিতার পরিবারে। কারণ, তাঁর দায়ের করা মামলার জেরে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির স্বরূপ প্রকাশ হয়েছে। আদালতের…

Babita sarkar

সিবিআই ফোন করেছে! সিবিআই কি তলব করবে? এমনই প্রশ্ন ববিতার পরিবারে। কারণ, তাঁর দায়ের করা মামলার জেরে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির স্বরূপ প্রকাশ হয়েছে। আদালতের নির্দেশে চাকরি গেছে মেধা তালিকা বহির্ভূত নিয়োগ পাওয়া শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারীর। সিবিআই জেরা করেছে মন্ত্রী পরেশ অধিকারীকে। জেরার মুখে পড়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এবার মামলাকারী ববিতা সরকারকে ফোন করল সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মামলাকারী ববিতা সরকারের কাছ থেকে নথি চেয়েছে সিবিআই। ববিতার সঙ্গে টেলিফোন মারফত যোগাযোগ করেন সিবিআই আধিকারিকরা। তলব করলে সিবিআইয়ের কাছে যাবেন ববিতা। এমনই জানিয়েছেন।

জানা যাচ্ছে, তদন্ত আরও সুচারু করতে মামলাকারীদের সঙ্গে যোগাযোগ করছে সিবিআই। মামলাকারীরা যে সব নথি আদালতে জমা দিয়েছেন সেসব সিবিআইয়ের কাছে আছে। তদন্ত সূত্রে সিবিআই চাইছে আরও কিছু সূত্র। মামলাকারীদের কাছে তেমন কিছু থাকলে তা দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

সিবিআই মনে করছে, কয়েকজন মামলাকারীর সঙ্গে কথা বললে বিশেষ তথ্য মিলবে। প্রয়োজনে তাদের ডেকে পাঠানো হতে পারে। সিবিআই জানতে চায়, নিয়োগ দুর্নীতির নথি মামলাকারীরা কেমন করে সংগ্রহ করলেন। আর কোনও নথি তাদের হাতে আছে কি না, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রুপ সি, গ্রুপ ডি ঘিরে একাধিক অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। তদন্তের স্বার্থে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। দুজনই কয়েক দফা পৃথক জেরার মুখোমুখি হয়েছেন।