কেমন আছে ‘বালু’? জেলের কাছে স্বাস্থ্য রিপোর্ট চাইল আদালত

লোকসভা ভোট এসে পেড়িয়েও গিয়েছে। লোকসভা ভোটে ঘাসফুলের জয়জয়কার হয়েছে। এই অবস্থায় দীর্ঘদিন জেল বন্দি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন…

jayotipriyo mallick

লোকসভা ভোট এসে পেড়িয়েও গিয়েছে। লোকসভা ভোটে ঘাসফুলের জয়জয়কার হয়েছে। এই অবস্থায় দীর্ঘদিন জেল বন্দি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। দীর্ঘ টালবাহানার পরেও জামিন মেলেনি তাঁর। কিন্তু এই অবস্থায় তাঁর শারীরিক অবনতি হয়েছে বলে বারবার দাবি করেছেন তাঁর আইনজীবী। এইবার তাঁর শারীরিক অবস্থার তথ্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

BJP West Bengal: সিবিআই দিয়ে নেতা গ্রেফতার ‘দাদা’রই কীর্তি! মারাত্মক স্বীকারোক্তি সুকান্তর?

   

মঙ্গলবার হাই কোর্টে জ্যোতিপ্রিয়ের আইনজীবীর সওয়াল, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা ভাল নেই। কিডনিরও সমস্যা রয়েছে। গত বছর চেন্নাইতে গিয়ে চিকিৎসা করানো হয়। জেলে যাওয়ার পর থেকে কিডনি পরীক্ষা করানো হয়নি। ফলে কিডনির অসুখের বর্তমান অবস্থা জানা নেই। তাই প্রয়োজনে যে কোনও চিকিৎসককে দিয়ে পরীক্ষা করানো যেতে পারে বলে আদালতে জানান জ্যোতিপ্রিয়ের আইনজীবী। ওই আইনজীবী আরও জানান, স্বাস্থ্য সংক্রান্ত একটি পরীক্ষার জন্য প্রেসিডেন্সি জেলে আবেদন করা হয়েছিল। কিন্তু কাজ হয়নি।

বেলুড় মঠ থেকে দীক্ষা নিতে চান? রইল বেলুড় মঠে দীক্ষা নেওয়ার সম্পূর্ণ পদ্ধতি

এদিকে ইডির তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, জেল হাসপাতালে কোন চিকিৎসা সম্ভব সেটা দেখতে হবে। আগে মেডিক্যাল ওপিনিয়ন নেওয়া দরকার। এর পরই জেল কর্তৃপক্ষকে বিচারপতির নির্দেশ, যে কোনও জায়গা থেকে প্রাক্তন মন্ত্রীর প্রয়োজনীয় যাবতীয় পরীক্ষা করাতে হবে। এই মামলার শুনানি ২ সপ্তাহ পর। সেদিন পেশ করতে হবে রিপোর্ট। তার পর সিদ্ধান্ত নেবে আদালত।

বেলুড় মঠ থেকে দীক্ষা নিতে চান? রইল বেলুড় মঠে দীক্ষা নেওয়ার সম্পূর্ণ পদ্ধতি

আগামী ২ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, বর্তমানে প্রেসিডেন্সি জেলেই বন্দি রয়েছেন জ্যোতিপ্রিয়। ২৬ অক্টোবর রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয়।