Calcutta High Court: আদালতের নির্দেশে কৌস্তভের বাড়িতে সিআইএসএফের নিরাপত্তা

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর (Koustav Bagchi) গ্রেফতারি ঘিরে তোল্পপাড় হয়েছে বঙ্গ রাজনীতি। এমনকি পুলিশের অতিসক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। এরই মধ্যে আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

Kaustav Bagchi, Congress leader from West Bengal

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর (Koustav Bagchi) গ্রেফতারি ঘিরে তোল্পপাড় হয়েছে বঙ্গ রাজনীতি। এমনকি পুলিশের অতিসক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। এরই মধ্যে আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, কৌস্তভের ব্যারাকপুরের বাড়িতে সিআইএসএফের নিরাপত্তা বলয় দিতে হবে। যদিও বাহিনীর থাকার ব্যবস্থা কৌস্তভকেই করতে হবে।

এর আগে অবশ্য কেন্দ্রের তরফে সিআইএসএফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, সাধারণত শিল্পাঞ্চলের নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ। সেই বাহিনীকে কিভাবে একজন রাজনৈতিক নেতার বাড়িতে নিরাপত্তার কাজে লাগানো যায়? এদিন অবশ্য কেন্দ্রের যুক্তি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কতজন সিআইএসএফকে নিরাপত্তার কাজে লাগানো হবে? সেটা ঠিক করার জন্য সিআইএসএফ দায়িত্ব দিয়েছে আদালত।

গত ৪ মার্চ ভোর রাতে কৌস্তভ বাগচীর বাড়িতে উপস্থিত হয় পুলিশ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য থেকেই ঘটনার সূত্রপাত। এরপর আদালতে কৌস্তভকে পেশ করা হলে জামিন পান তিনি। তারপর থেকেই নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন কৌস্তভ। সেবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, কৌস্তভকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।

সেবার আদালতের তরফে জানানো হয়, সিআরপিএফ নিরাপত্তা না দিতে পারলে সিআইএসএফ নিরাপত্তা দেওয়া হোক। এদিন সেটাই নির্দেশ আকারে জানাল হাইকোর্ট। তবে কৌস্তভের বাড়ির এই নিরাপত্তা আগামী এক মাসের জন্য দেওয়ার কথা বলেছেন বিচারপতি। যদিও আগে থেকেই রাজ্যের তরফে কৌস্তভের বাড়িতে পুলিশি নিরাপত্তা বসানো হয়েছিল। মামলাকারীর আইনজীবীর তরফে জানানো হয়েছে, । সেকারণেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইছেন তাঁরা।