Culcutta High Court : বেআইনি বাড়ি ভাঙার স্থগিতাদেশ মামলা গ্রহণ করলেন না বিচারপতি সিনহা

গার্ডেনরিচে’বেআইনি’ভাবে তৈরি হওয়া বহুতলের নিচে চাপা পড়ে ক্রমাগত মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। যার সাক্ষী সমগ্র নগরবাসী। দেখা যায় পুরসভার ছাড়পত্র ছাড়াই বহুতল বাড়ি উঠে যাচ্ছে…

Calcutta High Court

গার্ডেনরিচে’বেআইনি’ভাবে তৈরি হওয়া বহুতলের নিচে চাপা পড়ে ক্রমাগত মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। যার সাক্ষী সমগ্র নগরবাসী। দেখা যায় পুরসভার ছাড়পত্র ছাড়াই বহুতল বাড়ি উঠে যাচ্ছে শহর জুড়ে। কারোর বাঁধা দেওয়ার সাহস নেই। যার পরিণতি আজ গার্ডেনরিচ কান্ড। সেই বেআইনি বহুতল ভেঙে মৃত্যু হল ৯ জনের। ধ্বংসস্তূপে প্রাণের সন্ধান চলছে এখনও। এই দুর্ঘটনা ঘটার পর ঘুম ভাঙল পুরসভার। বিপজ্জনক ভাবে হেলে থাকা আরও বাড়িকে চিহ্নিত করা হল। জানাযায় অনুমতি ছাড়াই তৈরি হয়েছে ৫টি বহুতল। তাই এই সকল বেআইনি বাড়ি ভাঙায় স্থগিতাদেশের আবেদন পত্র খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

বিচারপতি জানান,’বেআইনি নির্মাণের অভিযোগে বাড়ি ভাঙার নির্দেশে কোনও স্থগিতাদেশ দেওয়া যাবে না । কোনো রখম স্থগিতাদেশের কোনও আবেদনই শুনতে নারাজ আমি । যে আদালতই নির্দেশ দিক, সেটাই বহাল থাকবে’। বিচারপতির আরও বলেন ‘প্রথমত মানুষের জীবন সুরক্ষিত হোক। আদালত এই ধরনের মামলায় কোনও হস্তক্ষেপ করবে না’। আজ মঙ্গলবার বেআইনি বাড়ি ভাঙায় স্থগিতাদেশ চেয়ে ৩ টি মামলার আবেদন আসে হাইকোর্টে। এদিন এই সংক্রান্ত ৩টি মামলার একটিও গ্রহণ করেননি বিচারপতি সিনহা।

   

সংবাদমাধ্যমের প্রচেষ্টায় উঠে এসেছে গার্ডেনরিচে নির্মাণ বিপর্যয়ের বহু চিত্র।এই আবহে বেআইনি বাড়ি নিয়ে বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণ বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।